ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ওয়েবসাইটে ক’দিন আগেই একটি একাদশ সাজিয়েছিল। সেখানে ওপেনার হিসেবে ডাক পান তামিম।
তামিম প্রসঙ্গে ওয়েবসাইটে লেখা হয়, ‘ধাওয়ান ও ফখর অনুমিতভাবেই ওপেনার হিসেবে থাকছে। তবে বাংলাদেশের দুর্দান্ত ওপেনার তামিম ইকবাল তিনে থাকছে। গ্রুপ পর্বে সে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রান করেছিল। আর সেমিফাইনালেও তার ৭০ রান ছিল দলের হয়ে সর্বোচ্চ। ’
এবারের আসরে তামিম সেমিফাইনাল সহ মোট চারটি ম্যাচ খেলেছেন। যেখানে ৭৩.২৫ গড়ে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি সহ ২৯৩ রান করেন। টুর্নামেন্টে তিনি ধাওয়ান ও রোহিত শর্মার পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
ধাওয়ান, ফখর ও তামিমের পর একাদশের অন্যরা হলেন কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, বেন স্টোকস, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আদিল রশিদ, ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ আমির ও হাসান আলী।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৯ জুন, ২০১৭
এমএমএস