এজবাস্টনে ২৬৫ রানের টার্গেটে নেমে ভারত ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয়। এক মাশরাফি বিন মর্তুজা ছাড়া সবাই ছিলেন ব্যর্থ।
তবে সেদিন বাংলাদেশি মোট আট বোলার বল করেছিলেন। কিন্তু মজার ব্যাপার অতিরিক্ত যেমন ওয়াইড, নো, বাই অথবা লেগবাই থেকে কোনো রানই দেননি মোস্তাফিজ, তাসকিন, রুবেল, সাকিবরা।
আগের রেকর্ডটি ছিল সংযুক্ত আরব আমিরাতের দখলে। চলতি বছরই এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে ২২৯ রান খরচ করলেও কোনো অতিরিক্ত দেয়নি আমিরাত।
টেস্টে এই রেকর্ডের মালিক ভারত। ১৯৫৪-৫৫ সালে লাহোরে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৮ রান করে। তবে ভিনো মানকাদের নেতৃত্বে সে সময়ের ভারত বোলিংয়ে কোনো অতিরিক্ত রান দেয়নি।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ২০ জুন, ২০১৭
এমএমএস