ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের দশম আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়া পিটারসেন পরের আসরে খেলোয়াড় হিসেবে না থাকলেও টুর্নামেন্টের ধারাভাষ্যকার হিসেবে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।
ইংল্যান্ডের মারকুটে এই ব্যাটসম্যান জানান, ‘ইংল্যান্ডের জাতীয় দলে খেলার আর কোনো স্বপ্ন দেখি না।
তবে, টুর্নামেন্টের ধারাভাষ্যকার হিসেবে থাকতে চাইছেন পিটারসেন, ‘ধারাভাষ্যকার হিসেবে আমার কষ্ট হবে না। কারণ সেখানে হয়তো এক সপ্তাহ থাকবো, পরের সপ্তাহে বাড়িতে চলে আসবো। আবার ভারতে যাবো, ৭-৮ দিন থেকে আবারো পরিবারের কাছে চলে আসা যাবে। কিন্তু, যখন আপনি কোনো দলের ক্রিকেটার হিসেবে থাকবেন, তখন দলের সঙ্গেই থাকতে হবে। আমি এ বয়সে সেটা পারবো বলে মনে হয় না। ’
৩৬ বছর বয়সী পিটারসেন দশম আসরে না খেললেও নবম আসরে খেলেছেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। তবে, ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি। মাত্র ৪টি ম্যাচ খেলার পর দেশে ফিরতে হয়েছিল তাকে। তারও আগে তিনি খেলেছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি ২০১৭
এমআরপি