সাত বছর আগে এই ইংল্যান্ডের মাটিতেই স্পট ফিক্সিং-এর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ক্রিকেট ক্যারিয়ারের নিষেধাজ্ঞায় পথ হারিয়ে ফেলেছিলেন আমির। এক বছর আগে নির্বাসনের শাস্তি কাটিয়ে আমির জাতীয় দলে দুর্দান্তভাবেই কামব্যাক করেছিলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নতুন বল হাতে ভারতের তিন টপঅর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারতের ব্যাটিং লাইনআপের ধ্বস নামিয়েছিলেন আমির। ফাইনালে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ভারতের টপঅর্ডার গুড়িয়ে দেন তিনি। রূপকথার মতোই তার প্রত্যাবর্তন হয়েছে।
এরপরই আমিরকে দলে নিতে যোগাযোগ শুরু করে এসেক্স। ২৬ জুন মিডেলসেক্সের বিপক্ষের ম্যাচে একাদশে সরাসরি জায়গা পাচ্ছেন এই বোলার।
দুরন্ত ফর্মে থাকায় কাউন্টি ক্রিকেটেও নিজের ভালো পারফরম্যান্সের বিষয়ে আশবাদী আমির, ‘আশা করি কাউন্টি ক্রিকেটেও ভালো করতে পারবো। কাউন্টিতে খেলতে আমি মুখিয়ে আছি। ’
আমিরকে পেয়ে বেশ খুশি এসেক্সের প্রধান কোচ ক্রিস সিলভারউড, ‘এই মুহূর্তে আপনারা সবাই দেখেছেন যে আমির কী করছে। ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিভাবান বোলার সে। এসেক্সের জার্সি পরে সে কি করবে তা দেখার জন্য আমাদের আর তর সইছে না। ফ্লাডলাইটে গোলাপী বলে তার দুর্দান্ত ডেলিভারিগুলো দেখতে চাই। ’
ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টের ম্যাচসহ এসেক্সের হয়ে এবারের মৌসুম খেলবেন আমির।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ২২ জুন ২০১৭
এমআরপি