টুইটারে একটি ইন্টার অ্যাকটিভ সেশনে অংশ নেন আমির। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মোহাম্মদ আমির একাই ভেঙে দিয়েছিলেন ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলি মাত্র ৫ রান করেই ফিরেছিলেন আমিরের বলে। মোহাম্মদ হামজা সাঈদ নামে এক পাকিস্তানি ভক্ত আমিরকে প্রশ্ন করেন- আপনার দৃষ্টিতে বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান কে? ভারতীয় অধিনায়ক কোহলির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে আমির বলেন, সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম কোহলি।
অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাংকিংয়ে শীর্ষ তিনে রয়েছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে থাকলেও টেস্ট র্যাংকিংয়ে পাঁচ নম্বরে রয়েছেন কোহলি। সোমনাথ পাল নামের একজন যেমন প্রশ্ন রেখেছিলেন, ‘রুট, উইলিয়ামসন, স্মিথ, কোহলির মধ্যে কে সেরা?’ আমির এই প্রশ্নের উত্তরেও বলেন, ‘সবাই সেরা। তবে আমার কাছে কোহলি সেরা। ’৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর যখন আমির আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন, তখন তাকে একটি ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেমন কোহলির উইকেট নিয়েছেন আমির, তেমনি ২০০৯ সালে আমির তার প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে শচীন টেন্ডুলকারকে আউট করেছিলেন। একভক্ত এই দুই উইকেটের মধ্যে কোনটি বেশি উপভোগ্য ছিল তা জানতে চেয়ে প্রশ্ন করেন আমিরকে। আমির জানান, দুটিই সমান উপভোগ্য ছিল।
বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৭
এমআরপি