বোলিংয়ের সময় কনুই বেঁকে ১৫ ডিগ্রির মধ্যে থাকায় ইরাঙ্গাকে ছাড়পত্র দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর জুনে পরীক্ষার মাধ্যমে অবৈধ ঘোষণা করে আইসিসি।
শ্রীলঙ্কার জার্সিতে এখন পর্যন্ত সমান ১৯টি টেস্ট, ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী ইরাঙ্গা। উইকেট যথাক্রমে ৫৭, ২১, ৩।
জিম্বাবুয়ে সিরিজ শেষের পর এখন ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং হোম সিরিজে চোখ রাখছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ে কাছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের লজ্জায় ডোবে লঙ্কানরা। একমাত্র টেস্ট জিতে ফেরে স্বস্তি।
ভারতের বিপক্ষে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে মাঠে নামবেন থারাঙ্গা-ম্যাথিউজ-চান্দিমালরা। এ সিরিজ দিয়ে বোলিং অ্যাকশন শোধরানো ইরাঙ্গার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ রয়েছে। গলে ২৬ জুলাই শুরু প্রথম টেস্ট।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ১৯ জুলাই, ২০১৭
এমআরএম