আশরাফুল যে আলোচনায় থাকবেন সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে, এবারের বিপিএলে তিনি খেলবেন কি না সেটা নিয়েই অনেকে খোঁজ-খবর করতে শুরু করেছেন।
বিভ্রান্তিতে পড়া পাঠকদের জন্য জানানো হচ্ছে, এবারের বিপিএলের আসরে (২০১৭) আশরাফুলকে দেখা যাবে না। সব কিছু ঠিকঠাক চললে পরের আসরে মানে ২০১৮ সালের বিপিএলে আশরাফুল অংশ নিতে পারবেন। আর নিজেকে ফিট রাখতেই মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে অনুশীলন করেছিলেন আশরাফুল।
বাংলাদেশের ক্রিকেটের ‘নক্ষত্র’ হয়েই এসেছিলেন আশরাফুল। দেশসেরা ক্রিকেটারের তকমা পাওয়া আশরাফুল বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কের কালিমা লেপ্টে দেন বিপিএলে ম্যাচ ফিক্সিং করে। শাস্তিস্বরুপ ভোগ করেন তিন বছরের নিষেধাজ্ঞা। ২০১৩ সালের ১৩ আগস্ট প্রাথমিকভাবে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। পরে সেই নিষেধাজ্ঞা কমিয়ে পাঁচ বছরে আনা হয়। সাথে আরও একটা শর্তও জুড়ে দেয়া হয়। বিসিবি ও আইসিসির অধীনে আয়োজিত দুর্নীতি বিরোধী কর্মশালা ও ট্রেনিং প্রোগ্রামে নিয়মিত অংশ নিয়ে আরও দুই বছরের সাজা মওকুফ হয় আশরাফুলের।
২০১৬ সালের ১৩ আগস্ট থেকে ‘নিষিদ্ধ ক্রিকেটার’ নন তিনি। তিন বছরের নিষেধাজ্ঞা শেষ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির ‘গুড অব কন্ডাক্ট’ সার্টিফিকেট পেয়ে খেলেছেন দেশের ঘরোয়া লিগে। বিপিএল ছাড়া বিসিবির সব টুর্নামেন্টেই খেলতে পারছেন আশরাফুল। জাতীয় দলে বিবেচনায় আসতে তাকে অপেক্ষা করতে হবে আরও এক বছর। ২০১৮ সালের আগস্টের আগে জাতীয় দলে খেলতে পারবেন না আশরাফুল।
একইভাবে এবারের বিপিএলে অংশ নিতেও আশরাফুলের মানা। ২০১৮ সালের বিপিএল খেলার সুযোগ পাবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ২০ জুলাই ২০১৭
এমআরপি