নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। বৃহস্পতিবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে ইমরুল ছাড়াও লিটন দাস ও মোহাম্মদ সাইফুদ্দিনকে রেখে দেওয়ার ঘোষণা দেয় ২০১৫ আসরের চ্যাম্পিয়নরা।
ফেসবুক স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো, ‘বিপিএল মাতাতে আইকন খেলোয়ার তামিম ইকবালের সাথে ওপেনিং এ জুটি বাঁধবেন ২০১৫ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রকারী "ইমরুল কায়েস"। বিপিএল এর ২০১৭ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের রিটেনশন খেলায়ার হিসাবে খেলবেন "ইমরুল কায়েস, লিটন দাস, ও মোহাম্মদ সাইফউদ্দিন। দেশসেরা এই তিন খেলোয়ারকে পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আনন্দিত। এখন শুধুই শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষা। চল সবাঁই আরও একবার উইন অর উইন শ্লোগানে ইমরুল কায়েস সহ সবাইকে বরণ করি। ’
আগামী ৪ নভেম্বর বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। এবার শিরোপা পুনরুদ্ধারে চোখ রাখছে কুমিল্লা। মাশরাফি বিন মর্তুজার জায়গায় আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফর্মের তুঙ্গে থাকা তামিম ইকবালকে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে ইতোমধ্যেই শোয়েব মালিক, অ্যাঞ্জেলো ম্যাথুস, কলিন মুনরো, মোহাম্মদ নবীর মতো তারকাদের দলে টেনেছে তারা।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ২০ জুলাই, ২০১৭
এমআরএম