দক্ষিণ এশিয়ার পরাশক্তিদের সামনে এবার প্রথমবারের মতো শিরোপা জেতার হাতছানি! প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। প্রথম সেমিতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারায় ইংলিশরা।
ডার্বির কাউন্টি গ্রাউন্ডে হারমানপ্রীতের ১১৫ বলের ঝড়ো ইনিংসটি ওয়ার্ল্ডকাপে তৃতীয় সর্বোচ্চ ও সব মিলিয়ে পঞ্চম। ২০টি চার ও ৭টি ছক্কা হাঁকান ২৮ বছর বয়সী এ অলরাউন্ডার। ৯.২ ওভারে দলীয় ৩৫ রানে দুই উইকেট হারানোর পর ক্রিজে আসেন। ক্যারিয়ার সেরা দর্শনীয় ব্যাটিংয়ে রেকর্ডবুকে জায়গা করে নেন। এটি তার তৃতীয় ওডিআই সেঞ্চুরি। অধিনায়ক মিতালি রাজ ৩৬ ও দীপ্তি শর্মা ২৫ রান করে আউট হন।
বিশাল লক্ষ্য সামনে রেখে অজিদের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন ছয় নম্বরে নামা অ্যালেক্স ব্ল্যাকওয়েল। ইলিসে ভিলানি ৭৫ ও ইলিসে পেরির ব্যাট থেকে আসে ৩৮। ১১ বল বাকি থাকতে সবকটি উইকেটের পতন ঘটে। ৩৬ রানের জয়ে দ্বিতীয়বারের মতো (সবশেষ ২০০৫) ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাতে ভারতীয় শিবির।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ২১ জুলাই, ২০১৭
এমআরএম