ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রামানায়েক বাংলাদেশে, ভাস শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
রামানায়েক বাংলাদেশে, ভাস শ্রীলঙ্কার ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন চম্পাকা রামানায়েক। তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। এদিকে, রামানায়েক বাংলাদেশের বিসিবি হাই পারফরম্যান্স দলের দায়িত্ব নিতে যাচ্ছেন।

এর আগেও বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন রামানায়েক। ২০১৫ সাল থেকে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেন।

২৬ জুলাই থেকে ভারতের বিপক্ষে সিরিজ শুরু হবে শ্রীলঙ্কার। ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে পেস বোলিং কোচ নিয়োগ দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

গেল বছরের আগস্ট থেকে ভাস শ্রীলঙ্কা দলের বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কার হয়ে ভাস ১১১টি টেস্টে খেলে উইকেট নিয়েছেন ৩৫৫টি। ৩২২টি ওয়ানডে খেলে নিয়েছেন ৪০০ উইকেট।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।