ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নান্নু-দূর্জয়দের অপেক্ষায় কক্সবাজার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
নান্নু-দূর্জয়দের অপেক্ষায় কক্সবাজার নান্নু-দূর্জয়দের অপেক্ষায় কক্সবাজার

ঢাকা: লাল-সবুজের সাবেক ক্রিকেটারদের নিয়ে গত বছর কক্সবাজারের সমুদ্র সৈকতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। টুর্নামেন্টটির সেই ধারাবাহিকতা অব্যাহত থাকছে এবারও। ২৬ জুলাই থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে গড়াচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর।

নাইমুর রহমান দুর্জয়, মিনহাজুল আবেদীন নান্নু, মো্হাম্মদ রফিক, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হাসান শান্তদের নিয়ে আয়োজিত এই জমকালো টুর্নামেন্ট এরইমধ্যে ক্রিকেট ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। সেই ভালোলাগা ও ভালোবাসা থেকেই সাবেকদের চার- ছক্কার জমজমাট আরেকটি লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

চারদিনের এই কার্নিভালে ছয়টি দল দু’টি গ্রুপে ভাগ হয়ে লড়বে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ১৮ ওভারে। ফাইনালের ফর্মেট হবে টি টোয়েন্টি।

লাল-সবুজের জার্সি গায়ে জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন এমন সাবেক ক্রিকেটারদের খেলার সুযোগ থাকছে এই কার্নিভালে।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬ দল-; বসুন্ধরা গ্রুপ ঢাকা ডিভিশন, ইস্পাহানী চট্টগ্রাম মাস্টার্স, একমি রাজশাহী, টাইটান খুলনা, এক্সপো অল স্টারস, ও ঢাকা মেট্রো মাস্টার্স।

বসুন্ধরা গ্রুপ ঢাকা ডিভিশন খেলবে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে। দলটিতে অন্যান্য তারকা ক্রিকেটারদের তালিকায় আছেন; শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ রফিক ও সানোয়ার হোসেন।

ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করবেন খালেদ মাহমুদ সুজন। দলে তার সহযোদ্ধা হিসেবে থাকছেন; মিজানুর রহমান বাবুল, আনিসুর রহমান সঞ্চয় ও ফয়সাল হোসেন ডিকেন্স।
দুই আইকন মিনহাজুল আবেদীন নান্নু ও আকরাম খানের সঙ্গে ইস্পাহানি চিটাগং মাস্টার্সে উল্লেখ করারমত আরও আছেন; মুশফিকুর রহমান বাবু, এনামুল হক মনি ও তারেক আজিজ খান।

একমি রাজশাহীর নেতৃত্বে থাকবেন খালেদ মাসুদ পাইলট। তিনি সঙ্গে পাচ্ছেন; জাভেদ ওমর বেলিম, আলমগীর কবির, হান্নান সরকারকে।

খুলনার অধিনায়ক হাবিবুল বাশার সুমন। একই দলে তার সঙ্গে থাকছেন; মোহাম্মদ সেলিম, ফাহিম মুনতাসির মুমিত হাসানুজ্জামান ঝড়ু, জামাল বাবুরমতো ক্রিকেটাররা।

আর হাসিবুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এক্সপো অল স্টারসে আছেন; তালহা জুবায়ের, এহসানুল হক সেজান ও মাসুদুর রহমান মুকুলরা।

বাংলাদেশ সময়: ০৩৪৩ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৭
এইচএল/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।