ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কেন ৫ বিদেশিকে খেলানোর বিপক্ষে মাশরাফি?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
কেন ৫ বিদেশিকে খেলানোর বিপক্ষে মাশরাফি? ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন টাইগারদের ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। কেন এক ম্যাচে ৫ বিদেশিকে খেলানোর বিপক্ষে মাশরাফি জানালেন রংপুরে যোগ দেওয়ার আনুষ্ঠানিকতার দিন।

রংপুরের সাথে নতুন করে পথচলা শুরু করা লাল-সুবজের এই দলপতি গত কয়েকদিন থেকেই জ্বরে ভুগছিলেন। জানালেন জ্বর থেকে সেরে উঠেছেন তিনি।

সোমবার (২৩ জুলাই) মাশরাফি রংপুরের সাথে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে জানান, সকলের দোয়ায় চিকুনগুনিয়ায় আক্রান্ত হইনি। নরমাল জ্বর হয়েছিল। আপাতত সুস্থ। আগামীকালই (সোমবার, ২৪ জুলাই) ক্যাম্পে ফিরব।

বিপিএলের পঞ্চম আসর নিয়ে কথা বলেন ম্যাশ। শিরোপা জয়ের লক্ষ্যে ৫ বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। তারা হলেন টি-টোয়েন্টির অন্যতম বড় স্পন্সর ও ক্যারিবীয় ব্যাটিং সেনসেশন ক্রিস গেইল, ক্যারিবীয় লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি এবং ব্যাটসম্যান চার্লস ডসন। এছাড়াও আছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা ও ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা।

তবে, বিপিএলের নতুন নিয়মে ৫ বিদেশি খেলানোর বিপক্ষে মাশরাফি, ‘বিদেশি খেলোয়াড় বাড়িয়ে স্থানীয় খেলোয়াড়দের সুযোগ কমে যাক-এটা আমি চাই না। লোকাল খেলোয়াড়রা ভালো করলেই ম্যাচ জেতা সহজ হয়ে যায়। নিয়ম এবার কি হবে জানি না। রংপুরের লোকাল খেলোয়াড়দের নিয়েই এগুতে চাই। ’

কেন লোকাল বা স্থানীয় ক্রিকেটারদের উপর এতো আত্মবিশ্বাসী এমন প্রশ্নের উত্তরে ম্যাশ জানান, ‘এবার আটটি দল খেলবে। আটটি দলে ৪ জন বিদেশি আর ৭ জন লোকাল খেলোয়াড় থাকলে ভালো হবে। কারণ, লোকালরাই ম্যাচ বেশিরভাগ বের করে নেয়। ৭ জন লোকাল খেলোয়াড় মানে আটটি দলে দেশের কমপক্ষে ৫৬ ক্রিকেটার ‍সুযোগ পাবে। এটা ১০০তে গিয়েও ঠেকতে পারতো। সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো যেত। তাতে, প্রতি মৌসুমে অন্তত দুই-তিনজন ক্রিকেটারকে বাংলাদেশ খুঁজে পেত। যারা টপঅর্ডার, মিডলঅর্ডার কিংবা লোয়ারঅর্ডারের পাইপলাইন হিসেবে কাজ করতো। ’

বিপিএল নিয়ে মাশরাফি আপাতত চিন্তা শুরু করলেও আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজকেও দৃষ্টিতে রেখেছেন বলে জানান। দ. আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে তারই কাঁধে থাকবে টাইগারদের নেতৃত্বভার।

বিপিএলের গত আসরে মাশরাফি খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। এবার কুমিল্লায় খেলবেন তামিম ইকবাল। তবে, বিপিএল মানেই মাশরাফি! কারণ বিপিএলের চার আসরের তিনটি আসরেই মাশরাফির হাতে উঠেছে শিরোপা। ঢাকাকে দু’বার ও কুমিল্লাকে একবার চ্যাম্পিয়ন করিয়েছেন মাশরাফি। এবার মাশরাফির কাঁধে রংপুর রইডার্সের দায়িত্ব। বিপিএলের পঞ্চম আসরে কি রংপুরকে চ্যাম্পিয়ন করাতে পারবেন মাশরাফি? প্রশ্নটা সময়ের হাতেই তোলা থাকলো।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।