ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান টেস্ট দলে ধনাঞ্জয়া-প্রদিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
লঙ্কান টেস্ট দলে ধনাঞ্জয়া-প্রদিপ ধনাঞ্জয়া ডি সিলভা-ছবি:সংগৃহীত

চোট কাটিয়ে শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন পেসার নুয়ান প্রদিপ। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দলে ফিরেছেন ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারাও। নিউমোনিয়ায় আক্রান্ত দিনেশ চান্দিমালের জায়গায় ফিরেছেন ধনাঞ্জয়া।

প্রদিপ ফিরেছেন পেসার দাশমান্থ চামিরার বদলে। আর পুষ্পকুমারাকে জায়গা দিতে বাদ পড়েছেন চায়নাম্যান বোলার লাকশান সান্দকান।

৯৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৫৮ উইকেট পাওয়া ৩০ বছর বয়সী পুষ্পকুমারা এর আগেও সুযোগ পেয়েছেন টেস্ট দলে। তবে মূলত আরেক বাঁহাতি রঙ্গনা হেরাথ ছিলেন বলেই এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি তার।

দলে পেসার বৈচিত্রের জন্য নির্বাচকরা বেছে নিয়েছেন বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দোকে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতলে থাকা চান্দিমালের বদলে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন হেরাথ। তিন টেস্টর সিরিজের প্রথমটি গলে শুরু হবে বুধবার।

শ্রীলঙ্কা দল: রঙ্গনা হেরাথ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, মালিন্দা পুষ্পকুমারা, নুয়ান প্রদিপ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।