ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে নিষিদ্ধ সানোয়ার, জুপিটার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
বিপিএলে নিষিদ্ধ সানোয়ার, জুপিটার সানোয়ার হোসেন ও জুপিটার ঘোষ/ছবি: সংগৃহীত

বিপিএলের গেল আসর শুরুর আগে টিম ম্যানেজারের অনুমতি ছাড়াই টিম হোটেলে এক নারী অতিথি নিয়ে আসাসহ আরো বেশ কয়েকটি শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষের বিরুদ্ধে। ফলে বিপিএলের সব ধরণের কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আর ম্যানেজার সানোয়ার হোসেনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ, তিনি জুপিটার ঘোষকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন।

সোমবার (২৪ জুলাই) বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সভা শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছেন সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

জুপিটার ও সানোয়ারের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘জুপিটার ঘোষের নাম প্লেয়ার্স লিস্টে থাকবে না। আর সানোয়ার ভাইয়ের নাম যেহেতু বিপিএলে ফিক্সিং ইস্যুতে এসেছিল, তাই তিনি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। বিপিএল থেকে বিতর্কিত কাউকে আমরা সবসময়ই অনুৎসাহিত করি। ’

এদের বিরুদ্ধে যে অভিযোগ তার কোন সত্যতা মিলেছে কী না সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে মল্লিক জানান,  একটা ছিল শৃঙ্খলাজনিত ইস্যু আরেকটা অনৈতিক প্রস্তাব। দুইটা অভিযোগের ক্ষেত্রে আমরা দেখেছি জুপিটার ঘোষ  শৃঙ্কলা ভেঙ্গেছিল। অনৈতিক প্রস্তাবের  সুনির্দিষ্ট কোনো প্রমান আমরা পেয়েছি তা কিন্ত নয়। সানোয়ার ভাই প্রথম সংস্করণে ঢাকার ম্যানেজার ছিলেন। ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল্। আমরা চাই না বিতর্কিত কেউ আমাদের বিপিএলের সাথে যুক্ত থাকুক।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৭
এইচএল/এমআরএম/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।