ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান ব্যাটিং কোচ তিলাকরত্নে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
লঙ্কান ব্যাটিং কোচ তিলাকরত্নে ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কান জাতীয় ক্রিকেট দলের অন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন দেশটির সাবেক ব্যাটসম্যান হাসান তিলাকরত্নে। তিনি আসছে ভারত সফরে টেস্ট সিরিজের শেষ পর্যন্ত থাকবেন। ২০১৪ সালে মারভান আতাপাতু লঙ্কান প্রধান কোচের পদ থেকে সড়ে দাঁড়ালে এরপর আর কোনো স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া হয়নি।

এর আগে তিলাকরত্নে গত বছরের ডিসেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার সিস্টেমের কোচ ছিলেন। যাদের জাতীয় দলে সুযোগ করে দেওয়াই ছিল তার কাজ।

তবে ২০১৩ ও ২০১৫ সালে জাতীয় দলের নির্বাচকের ভূমিকাও রাখেন তিনি।

এক সময় লঙ্কান দলের নেতৃত্ব পালন করা বাঁহাতি ব্যাটসম্যান তিলাকরত্নে দলকে ১১ টেস্টে পথ দেখিয়েছেন। যেখানে সাদা পোশাকে ৮৩ ম্যাচে তার ১১টি সেঞ্চুরি রয়েছে। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাজে খেলার কারণে শ্রীলঙ্কা নিজেদের উচ্চ পর্যায়ে বেশ রদবদল আনছে। এরই ধারাবাহিকতায় তিলাকরত্নে ব্যাটিং কোচ হলেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।