ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সিলেটের আইকন হলেন সাব্বির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
সিলেটের আইকন হলেন সাব্বির সিলেটের আইকন হলেন সাব্বির-ছবি:সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে আবারো ফিরছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ আসরে নতুন মালিকানার অধীনে এবারে নামকরন করা হয়েছে সিলেট সুরমা সিক্সার্স। আর অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিতের পর এবার আইকন ক্রিকেটার হিসেবে জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাব্বিরকে আইকন ক্রিকেটার হিসেবে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির সমন্বয়ক শফিকুল ইসলাম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসন্ন বিপিএলের জন্য সাব্বির রহমানকে আমরা দলে টেনেছি।

তার মতো একজন ক্রিকেটারকে দলে পেয়ে আমরা আনন্দিত। ’

প্রসঙ্গত, মারমুখী স্বভাবের ব্যাটসম্যান সাব্বির রহমান টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ কার্যকরী। ব্যাট হাতে ঝড় তুলতে পছন্দ করা ডানহাতি ব্যাটসম্যান এখন পর্যন্ত ১০৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আর ৯৪ ইনিংসে ব্যাট করে ২৮.৭১ গড়ে ২২১১ রান করেছেন। স্ট্রাইক রেট প্রায় ১২২। ক্রিকেটের ছোট্ট এ ফরম্যাটে নামের পাশে ১০ টি অর্ধশতক ও ১টি শতক রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর ৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা দু’দিন এগিয়ে এনে ২ নভেম্বর থেকে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৫ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।