ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সিঙ্গেল ডিজিটে একমাত্র কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
সিঙ্গেল ডিজিটে একমাত্র কোহলি ছবি: সংগৃহীত

গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন অলআউট হওয়ার আগে সফরকারী ভারত তুলেছে ৬০০ রান। ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন ওপেনার শিখর ধাওয়ান। আর ১৫৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা।

রানের পাহাড় গড়লেও ভারতের দলপতি বিরাট কোহলি ফিরেছেন মাত্র ৩ রান করে। শেষ ব্যাটসম্যান (১১তম ব্যাটসম্যান) উমেস যাদব অপরাজিত ছিলেন ১১ রানে।

একমাত্র কোহলিই দুই অঙ্কের ফিগারে যেতে পারেননি।

ধাওয়ানের ১৬৮ বলের ইনিংসে ছিল ৩১টি বাউন্ডারির মার। কোনো ছক্কা না হাঁকালেও ১৯০ রানের ইনিংস খেলতে ধাওয়ানের স্ট্রাইকরেট ১১৩’র ওপরে। আরেক ওপেনার অভিনব মুকুন্দ করেন ১২ রান। পুজারা ২৬৫ বলে ১৩টি চারের সাহায্যে করেন ১৫৩ রান।

কোহলি ৩ রানে ফিরলেও আজিঙ্কা রাহানে করেন ৫৭ রান। অশ্বিনের ব্যাট থেকে আসে ৪৭ রান। রিদ্ধিমান সাহা ১৬, রবীন্দ্র জাদেজা ১৫, মোহাম্মদ সামি ৩০ রান করেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৪৯ বলে ৫টি চার আর ৩টি ছক্কায় ৫০ রান করেন হারদিক পান্ডে।

১৩৩.১ ওভার ব্যাট করে ভারত তোলে পুরো ৬০০ রান। শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ ৩১ ওভার বল করে ১৩২ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। ৩ উইকেট পান ১৩১ রান খরচ করা লাহিরু কুমারা। ১৫৯ রানের বিনিময়ে একটি উইকেট পান দলের সেরা স্পিনার রঙ্গনা হেরাথ। ১৩০ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি দিলরুয়ান পেরেরা। আর ৭ ওভার হাত ঘুরিয়ে ৪১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন দানুসকা গুনাথিলাকা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।