ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সিপিএলে ডাক পেলেন বাবর-হাফিজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
সিপিএলে ডাক পেলেন বাবর-হাফিজরা বাবর আজম ও মোহাম্মদ হাফিজ/ছবি: সংগৃহীত

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ডাক পেয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের তিন সদস্য। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে ইনজুরি আক্রান্ত ক্রিস লিনের জায়গায় খেলবেন বাবর আজম। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস টিমে বেন কাটিং ও কাইরন পাওয়েলের জায়গায় মোহাম্মদ হাফিজ ও হাসান আলী।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে উদীয়মান বাবরের ব্যাটিং গড় পঞ্চাশের উপরে। সাদা বলে তিনি জাতীয় দলের ধারাবাহিক পারফরমার।

এ বছর পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে তার গড় ছিল ৩২.৩৩। সেমিফাইনাল খেলার পেছনে কয়েকটি ম্যাচ উইনিং ইনিংস উপহার দিয়েছেন।

সাম্প্রতিক উজ্জ্বল পারফরম্যান্সে পাকিস্তানের সম্ভাবনাময় পেসার হাসান আলী। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ধসিয়ে দিতে তিনটি উইকেট শিকার করেন এ ডানহাতি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। ১৪.৬৯ গড়ে ১৩টি উইকেট দখল করেন।

সিপিএল সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় খেলতে পারছেন না ওয়েস্টইন্ডিজের ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া ওপেনার পাওয়েল। তার জায়গায় বোলার হিসেবে সুযোগ পেয়েছেন হাসান আলী। একই টিমে থাকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেন কাটিং গত এপ্রিলে আইপিএলে ইনজুরিতে ভোগার পর থেকে মাঠের বাইরে। যিনি ইতোমধ্যে ওয়ারিয়র্সের জার্সিতে দুই মৌসুম (২০১৩-১৪) খেলেছেন।

তার অভাব পূরণে অভিজ্ঞ হাফিজকে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যিনি ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানের হারানোর পেছনে দলকে বড় সংগ্রহ (৩৩৮) এনে দিতে ৫৭ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলে অবদান রাখেন।

ছয় দলের অংশগ্রহণে আগামী ৪ আগস্ট মাঠে গড়াবে সিপিএলের পঞ্চম আসর। জ্যামাইকা তালাওয়াশে খেলবেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো ডাক পেয়ে নিজেকে প্রমাণে মুখিয়ে আছেন বাংলাদেশের উঠতি তারকা মেহেদী হাসান মিরাজ। তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।