ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহী কিংসে বিপিএল সেলফির উদ্ভাবক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
রাজশাহী কিংসে বিপিএল সেলফির উদ্ভাবক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে ২ নভেম্বর। পঞ্চম আসরকে সামনে রেখে এখন থেকেই দল সাজাতে ব্যস্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো। দেশি-বিদেশি তারকাদের নিয়ে দল সাজানো মোটামুটি শেষের দিকে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসের।

রাজশাহী সবশেষ নিজেদের ডেরায় ভিড়িয়েছে ক্যারিবীয়ান তারকা পেসার কেসরিক উইলিয়ামসকে। বিপিএলের চতুর্থ আসরেও রাজশাহীর হয়ে খেলেছিলেন উইলিয়ামস।

পঞ্চম আসরের জন্যও রাজশাহীর সাথে নতুন চুক্তি সম্পন্ন করেছেন তিনি। দলে এই তারকার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কিংস।

উইলিয়ামস আগের আসরে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালকে আউট করে বিপিএলে সেলফি উৎযাপনের শুরু করেন। যা পরে ব্যাপক বিনোদন যোগায়। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)ওয়েস্ট ইন্ডিজের সাবেক দলপতি ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পাইয়ে দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামি এবারো থাকছেন রাজশাহীর দলে। তবে, রাজশাহী এখনও নিশ্চিত করেনি স্যামি তাদের হয়ে কোনো ম্যাচ খেলবেন কি না। কারণ, গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে বিপিএলে না খেলার কথা স্যামির। তাছাড়া, আগেরবারের আইকন ক্রিকেটার সাব্বির রহমানকে পরিবর্তন করে টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিমকে যোগ করেছে রাজশাহী। এবার রাজশাহীর অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে।

এছাড়া, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকেও রেখে দিচ্ছে দলটি। গত আসর থেকে ফ্র্যাঙ্কলিনদের সঙ্গে এবারো থাকছেন সামিত প্যাটেল, উইন্ডিজ ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। পাশাপাশি দলে এসেছে লুক রাইট, ম্যালকম ওয়ালারের মতো ক্রিকেটাররা।

গত আসরে ৫ ম্যাচে ৫.৫৫ ইকোনোমিতে উইলিয়ামস নিয়েছিলেন ৮ উইকেট। সেরা বোলিং ফিগার ছিল ১১ রানে ৪ উইকেট।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।