ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রোল্যান্ড-জোন্সের আগুনে অভিষেকে পুড়লো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
রোল্যান্ড-জোন্সের আগুনে অভিষেকে পুড়লো প্রোটিয়ারা রোল্যান্ড-জোন্সের আগুনে অভিষেকে পুড়লো প্রোটিয়ারা-ছবি:সংগৃহীত

ওভালে সিরিজের তৃতীয় টেস্টে দক্ষিণ অাফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ধুঁকছে। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১২৬ রান তুলতেই আট উইকেট হারিয়েছে দলটি। যেখানে প্রোটিয়াদের বিপদে ফেলার মূল কারিগর ইংল্যান্ডের অভিষিক্ত পেসার টবি রোল্যান্ড-জোন্স।

প্রতিপক্ষে প্রথম চার উইকেটই তুলে নেন ডানহাতি পেসার রোল্যান্ড-জোন্স। ফলে তার বোলিংয়েই কোনঠাসা হয়ে পড়ে সফরকারীরা।

মাঝে অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডও সুযোগ কাজে লাগিয়ে উইকেট তুলে নেন।

দ.আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান করে অপরাজিত আছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান তেম্বা বাভুমা। ৩০ রান করে আউট হন কাগিসো রাবাদা। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি।  

এর আগে ম্যাচের প্রথম দিনে বেন স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরিতে (১১২) নিজেদের প্রথম ইনিংসে ৩৫৩ রান তোলে ইংলিশরা। ৮৮ রান এসেছিলো অ্যালিস্টার কুকের ব্যাট থেকে। প্রোটিয়া বোলারদের মধ্যে মরনে মরকেল ও রাবাদা তিনটি করে উইকেট নিয়েছিলেন।

চার ম্যাচের টেস্ট সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দু’দল।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।