ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী মাস্টার্স-এক্সপো অলস্টারস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী মাস্টার্স-এক্সপো অলস্টারস ছবি: সংগৃহীত

বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে বসেছিল ক্রিকেটারদের মেলা। সাবেক ক্রিকেটারদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ এর ফাইনাল বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। যৌথভাবে শিরোপা ভাগাভাগি করে নিয়েছে একমি রাজশাহী মাস্টার্স ও এক্সপো অলস্টারস মাস্টার্স।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চার দিনব্যাপী এই কার্নিভালের প্রথম তিনদিন বেশ ভালোয় কাটলেও ফাইনালের দিন (শনিবার, ২৯ জুলাই) ম্যাচের শুরু থেকেই বৃষ্টির হানা ছিল। আকাশে মেঘ আর রোদের লুকোচুরিতেই শুরু হয়েছিল ফাইনাল ম্যাচ।

তবে, বৃষ্টির বাধায় সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল পরিত্যক্ত হয়।

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম আসরের আক্ষেপ ঘোচানোর মিশনে মাঠে নেমেছিল হাসিবুল হোসেন শান্তর এক্সপো অলস্টারস মাস্টার্স আর খালেদ মাসুদ পাইলটের একমি রাজশাহী মাস্টার্স।

শনিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অলস্টারস। নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে দলটি তোলে ১৩৪ রান। বৃষ্টিতে প্রায় সোয়া এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর আবার শুরু হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রাজশাহী মাস্টার্সের সংগ্রহ ছিল ২.৩ ওভারে ১ উইকেটে ২১ রান। এরপর বৃষ্টি নামলে মাঠ খেলার অনুপোযোগী হলে আর মাঠে গড়ায়নি ফাইনালের বাকি অংশ।

অলস্টারসের ব্যাটসম্যান রাশেদুল হক সুমন ৫টি বাউন্ডারি আর ৩টি ওভার বাউন্ডারিতে করেন ৫৮ রান। ওপেনার মেহরাব হোসেন অপি ২৩ রান করে সাজঘরে ফেরেন। তবে অপর প্রান্তে দারুণ ব্যাটিং চালিয়ে ২৪ রান করেন আগের দুই ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান এহসানুল হক সেজান। মুকুল ১৬ রান করেন। রাজশাহীর হয়ে ১টি করে উইকেট নেন মঞ্জুরুল ইসলাম ও আলমগীর কবির।

দারুণ ব্যাটিংয়ের জন্য ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হন রাশেদুল হক সুমন। এছাড়া পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করে দুই ফিফটিসহ ১৬৪ রান করে টুর্নামেন্ট সেরা হন এক্সপো অলস্টারসের এহসানুল হক সেজান।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।