ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে টাইগারদের স্কিল ট্রেনিং

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
শুরু হচ্ছে টাইগারদের স্কিল ট্রেনিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে ট্রেনার মারিও ভিল্লা ভারায়নের অধীনে গত ১০ জুলাই থেকে শুরু হয়েছিল বাংলাদেশ দলের তিন সপ্তাহের ফিটনেস ক্যাম্প। এবার হেড কোচ হাথুরুসিংহের অধীনে রোববার (৩০ জুলাই) থেকে হচ্ছে মাশরাফি-মুশফিকদের স্কিল ট্রেনিং ক্যাম্প।

ফিটনেসের পাশাপাশি এবার ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ঘাম ঝড়াবেন টাইগাররা। যদিও এতদিন ক্রিকেটাররা বক্তিগতভাবে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন।

৩০ জুলাই থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত ঢাকায় চলবে এই ক্যাম্প।

এদিকে এই ক্যাম্পকে সামনে রেখে প্রায় দেড় মাস ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকা এসেছেন হেড কোচ হাথুরুসিংহে। দেশে ফিরে শনিবার (২৯ জুলাই) যোগ দিয়েছেন ক্যাম্পে। তবে নির্বাচকদের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজ সংক্রান্ত মিটিংয়ে যোগ দেয়ায় এদিন মাঠে তার কোন কর্মকান্ড দেখা যায়নি।

ঢাকায় ৫ দিনের এই ক্যাম্প শেষে অজিদের বিপক্ষে হোম সিরিজের অংশ হিসেবে আগামী ৪ আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে চট্টগ্রামে। ৪-৮ জুলাই সেখানে ক্যাম্প শেষে ৯ থেকে ১১ আগস্ট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি তিন দিনের পস্তুতি ম্যাচ শেষে ১২ আগস্ট ক্রিকেটাররা ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ২৯ জুলাই, ২০১৭
এইচএল/এমআরএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।