ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের সামিকে রেখে দিল রাজশাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
পাকিস্তানের সামিকে রেখে দিল রাজশাহী ছবি:সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরেও রাজশাহী কিংসের হয়ে খেলবেন অভিজ্ঞ পাকিস্তানি বোলার মোহাম্মদ সামি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতিকালে এমনটি নিশ্চিত করেছে রাজশাহী কিংস। নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে সামিকে দলভুক্ত করার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

রাজশাহীর প্রত্যাশা গত আসরের মতো এবারও রাজশাহী কিংসের জার্সি গায়ে জ্বলে উঠবেন এই পাকিস্তানি পেসার।

নিজেদের ফেসবুক পেজে সামির একটি ছবি সংযুক্ত করে তাতে লেখা হয়, ‘আরও একবার রাজশাহী কিংসের হয়ে খেলতে যাচ্ছেন অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ সামি।

তার দুর্দান্ত গতি আর চলন আবারও ব্যাটসম্যানদের ধাঁধাঁয় ফেলবে এই মৌসুমের বিপিএলে। ’

ডানহাতি পেসার সামি বাংলাদেশের ক্রিকেটে যুক্ত আছেন বিপিএলের শুরু থেকেই। এমনকি বিপিএলের তৃতীয় আসরে তার অসাধারণ পারফরম্যান্স তাকে জায়গা দিয়েছিল পাকিস্তান দলে, যেখানে এর আগে দীর্ঘদিন দলের বাইরে থাকতে হয়েছে তাকে। ঐ ফেরার মধ্য দিয়ে ৩ বছর জাতীয় দলের বাইরে থেকে দেশকে প্রতিনিধিত্ব করার অপেক্ষা ঘুচেছিল তার।  

২০১৫ সালে ডাক পেয়ে সেবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজেও খেলেছিলেন তিনি। ২০০১ সালে পাকিস্তানের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আবির্ভাব ঘটে ৩৬ বছর বয়সী এই ফাস্ট বোলারের।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।