ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি শচীনের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি-ছবি:সংগৃহীত

বিরাট কোহলির নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড জয় পেল ভারত। ৩০৪ রানের এই জয়টি দেশের বাইরে ভারতের সবচেয়ে বড় জয়। আর এ ম্যাচে দ্বিতীয় ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কোহলি নিজেই।

‌এদিকে দলের রেকর্ড জয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত একটি রেকর্ডও পূর্ণ করেন বর্তমান ক্রিকেটের সেনসেশন কোহলি। এই রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেন দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

টেস্ট অধিনায়ক হিসেবে মাত্র ১৭ ইনিংসে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ডানহাতি ব্যাটসম্যান কোহলি। এর আগে ১৯ ইনিংসে অধিনায়ক থাকাকালে ১ হাজার রান করেছিলেন লিটল মাস্টার শচীন।

কোহলি এখন পর্যন্ত ৫৮টি টেস্ট খেলেছেন। যেখানে ৫০.০৩ গড়ে ১৭টি সেঞ্চুরির পাশাপাশি সাড়ে চার হাজারেরও বেশি রান করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।