ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শীর্ষ তারকাদের সাথে সেরা বাঙালির মেয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
শীর্ষ তারকাদের সাথে সেরা বাঙালির মেয়ে ছবি: সংগৃহীত

জাদুর কাঠির ছোঁয়ার মতোই বাংলাদেশ দলের চেহারা বদলে দেওয়া মাশরাফির হাতে উঠেছে ‘সেরা বাঙালি-২০১৭’ পুরস্কার। কলকাতায় পুরস্কার গ্রহণ করার সময় মাশরাফির সাথে ছিল তার মেয়ে হুমায়রা মর্তুজা।

‘আনন্দবাজার সেরা বাঙালি ২০১৭’ পুরস্কার প্রদানের জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা। তাদের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছে মাশরাফির মেয়ে হুমায়রা।

কলকাতার জনপ্রিয় নায়ক দেব, নায়িকা কোয়েল মল্লিক, শ্রাবন্তি চ্যাটার্জি ও শুভশ্রীদের সঙ্গে সময় কাটিয়েছে হুমায়রা। সেখানে এক পর্যায়ে প্রিয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখা হয়। আর সেই ছবিগুলোই পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা।

‘আনন্দবাজার সেরা বাঙালি ২০১৭’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফির হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন ভারত নারী ক্রিকেট দলের পেসার ও নারী ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি ঝুলন গোস্বামী।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।