ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় দ্বীপে মজেছেন সাকিব!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
ক্যারিবীয় দ্বীপে মজেছেন সাকিব! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সংবাদমাধ্যমের সঙ্গে কথা শেষ করে সাকিব যখন চলে যাচ্ছেন তখন তাকে জিজ্ঞেস করা হলো-ভিসা পেয়েছেন? উত্তরে সপ্রতিভ সাকিব জানালেন, ‘পাসপোর্ট অ্যাম্বাসিতে আছে। যখন ই-মেইল আসবে পাসপোর্ট নেব, চলে যাবো।’

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াশের হয়ে খেলতে যে কোনো সময় উড়াল দেবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যাওয়ার আগে রোববার (৩০ জুলাই) কথা বললেন সংবাদমাধ্যমের সাথে।

ক্রিকেট দুনিয়ায় এমন খুব কম ঘরোয়া লিগ পাওয়া যাবে যেখানে সাকিবের পদচারণা পড়েনি। বিপিএল, আইপিএল, পিএসএল, কাউন্টি, বিগব্যাশ, সিপিএল; কোথায় নেই সাকিব? কিন্তু মজার ব্যাপার হলো অন্যান্য ঘরোয়া লিগের চেয়ে তার পছন্দের তালিকায় শীর্ষে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। কারণ একাধিক। টুর্নামেন্টের পরিবেশতো আছেই, গোটা ক্যারিবীয় দ্বীপপুঞ্জের নির্মল সুন্দর পরিবেশও তাকে যে যথেষ্টই  আকৃষ্ট করতে পেরেছে সেটা তার কথাতেই স্পষ্ট।

সাকিব জানালেন, ‘এই টুর্নামেন্টের পরিবেশ অন্যান্য যে কোনো লিগের চেয়ে আলাদা। সেই জায়গা থেকে বলবো যে অনেক বেশি উপভোগ করি। জায়গাগুলোও অনেক সুন্দর, খেলা নিয়েও তারা অত বেশি সিরিয়াস না, মাঠের ভেতরেই যতটুকু। এরপর সবাই রিল্যাক্স থাকতে পছন্দ করে। সেদিক থেকে অনেক বেশি উপভোগ করি। ’
 
তাই টুর্নামেন্টটি নিয়ে বেশ রোমাঞ্চিতও মনে হলো এই বাঁহাতি স্পিনারকে। তবে সেটা শুধুই ওখানকার পরিবেশ ও সৌন্দর্যে নয়। ক্রিকেটীয় বিবেচনায় আইপিএল কিংবা বিগ ব্যাশের মতো সিপিএলও তাকে অভিজ্ঞতার সমৃদ্ধ এক ভান্ডার উপহার দেয় সেজন্যই, ‘মজাতো লাগেই। প্রতিটি টুর্নামেন্টেই নতুন নতুন অভিজ্ঞতা হয়। মজা যেমন থাকে, রোমাঞ্চও তেমনি থাকে। আসলে শেষ ১৫ বছর যাবৎ আমিতো ক্রিকেটই খেলছি। প্রতিদিনই মাঠে রোমাঞ্চ নিয়ে আসি। এটা মজা লাগে। সেটা এখানে খেলি, অন্য জায়গায় খেলি, যেখানেই খেলি। ’

এসময় সাকিবের কাছে আইপিএল ও অন্যান্য লিগের সাথে সিপিএলের পার্থক্য জানতে চাওয়া হলে সাকিব জানান, ‘আইপিএলে ধরেন প্রতিটা দলের ১০টা করে বিদেশি প্লেয়ার থাকে। প্রতিযোগিতাটা ওখানে অনেক বেশি। কারণ যে কোনো চারটা বিদেশি প্লেয়ার খেলে। অনেক সময় এমনও হয়, ভালো করেও আপনি পরের ম্যাচটি খেলতে পারলেন না। কম্বিনেশন বা লোকাল প্লেয়াররা ভালো করলে এমনটি হতে পারে। কিন্তু সিপিএল বা পিএসএলে যেটা হয়; কারা খেলবে সেটা অনেকটা নির্ধারিত থাকে। হয়তো এক-দুইজন বাড়তি নিয়ে রাখে। কিন্তু যতক্ষণ না ওরা খুব বেশি প্রয়োজন মনে করে প্লেয়ার বদলায় না। ’

এদিকে সিপিএল খেলতে গত ২৭ জুলাই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়াল দিয়েছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলবেন মিরাজ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।