ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তবুও কোহলি প্রমাণিত নন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
তবুও কোহলি প্রমাণিত নন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

১৯৩২ সালে টেস্টে যুক্ত হয়ে বর্তমান সময় পর্যন্ত নিজেদের ক্রিকেট ইতিহাসে ভারত খেলেছে মোট ৫১২টি ম্যাচ। সাদা পোশাকের এই ফরমেটে ১৪০ বার জয়ের মুখ দেখেছে টিম ইন্ডিয়া। পাশাপাশি ১৫৮ ম্যাচে হারের গ্লানিসহ ড্র করেছে ২১৫টি ম্যাচ। টেস্টে ৩৩ দলপতি ভারতকে নেতৃত্ব দিয়েছেন।

লেখার বিষয় সেটি নয়। জয়-পরাজয়ের হিসেবে এই ৩৩ অধিনায়কের মধ্যে ভারতের সফলতম অধিনায়ক ধরা চলে মহেন্দ্র সিং ধোনিকে।

তার নেতৃত্বে ভারত জিতেছে সর্বোচ্চ ২৭ ম্যাচে। সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ৪৯ ম্যাচের ২১ ম্যাচ জিতেছে ভারত। আর বর্তমান দলপতি বিরাট কোহলির নেতৃত্বে ভারতের খেলা ২৭ ম্যাচের ১৭টিতেই জিতেছে টিম ইন্ডিয়া, যা তৃতীয় সর্বোচ্চ জয়। কোহলির দল হেরেছে মাত্র তিনটি ম্যাচে। আর ড্র করতে পেরেছিল ৭টি ম্যাচ।

২০১৫ গল টেস্ট হারের পর শুরু হয়েছিল ক্যাপ্টেন কোহলির জয়যাত্রা। এই গলেই কোহলির নেতৃত্বে ৩০৪ রানে সবশেষ জিতেছে ভারত। মাঝের দুটো বছরে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ইংল্যান্ডকে হারিয়েছে কোহলি বাহীনি। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। তারপরও সাবেক দলপতি গাঙ্গুলির আস্থা অর্জন করতে পারেননি তিনি।

২০১৫ থেকে ২০১৭ এই দুই বছরে কোহলিরা ওয়েস্ট ইন্ডিজ ছাড়া উপমহাদেশের বাইরে কোনো টেস্ট সিরিজ খেলেনি। দেশের মাটিতে স্পিনিং ট্র্যাক বানিয়ে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেও কোহলির দল অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনোমতে বেঁচে গিয়েছিল। নিজেদের তৈরি উইকেটে নিজেরাই প্রায় ঘায়েল হয়েছিল। কোহলির ভারত নজকাড়া পারফরম্যান্স করলেও সাবেক দলপতি গাঙ্গুলি জানান, ‘কোহলির আসল পরীক্ষা এখনও হয়নি। শেষের দু’বছরে ভারত খুবই ভালো খেলছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাদে বিদেশ সফরে খুব একটা বেশি যায়নি ভারত। তাই কোহলির আসল পরীক্ষা এখনও নেওয়া হয়নি। ’

চলতি সিরিজে শ্রীলঙ্কায় অবস্থান করা ভারতের দলটি প্রসঙ্গে গাঙ্গুলি আরও জানান, ‘বর্তমান ভারত খুবই ব্যালান্সড একটি দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দুর্দান্ত। এদিকে, শ্রীলঙ্কা এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী হিসেবে খুব একটা শক্তিশালী না। তাই আমার মতে কোহলির দল এখনও সেভাবে পরীক্ষিত নয়। আমি তো চিন্তা করছি, দল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার মাটিতে গেলে কেমন করবে!’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই কোহলি সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত ছিলেন। ৫৮তম টেস্ট খেলতে নেমে তুলে নিয়েছেন ১৭তম সেঞ্চুরি। সবশেষ ম্যাচের আগে খেলা ১০ ম্যাচে কোহলি চারবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন, যার তিনটিই ডাবল সেঞ্চুরি। এরপরও টেস্ট ক্রিকেটার হিসেবে কোহলি নিজেকে প্রমাণ করতে পারেননি বলে মনে করেন গাঙ্গুলি। ভারতের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘কোহলি কিন্তু এখনো টেস্ট ক্রিকেটার হিসেবে প্রমাণিত নন। সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলির পরীক্ষা হবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে। সেখানে কেমন পারফর্ম করে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।