ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

স্পিন বোলিং কোচ হিসেবে প্রথম পছন্দ স্টুয়ার্ট ম্যাকগিল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
স্পিন বোলিং কোচ হিসেবে প্রথম পছন্দ স্টুয়ার্ট ম্যাকগিল ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের স্পিনারদের নিয়ে কাজ করার সুযোগ পেতে পারেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। রোববার (৩০ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি জানিয়েছেন।

৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ম্যাকগিলকে আপাতত তিন মাসের জন্য টাইগারদের ডেরায় নিয়ে আসতে পারে বিসিবি। পাপন এর সঙ্গে আরও জানান, চম্পিকা রামানায়েককে বিসিবির হাই পারফরমেন্স (এইচপি) দলের জন্য দীর্ঘ মেয়াদে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে।

সাকিব, মিরাজদের সাথে কোচ হিসেবে কাজ করতে আগ্রহ দেখিয়েছিলেন অনেকেই। ক্রিকেট বিশ্বের প্রায় ১০ জন স্পিন বোলিং কোচ এই মর্মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাকে সাড়া দেন। তবে তাদের সবার ভেতর থেকে বিসিবির প্রথম পছন্দ ম্যাকগিলকে। টাইগার স্পিনারদের সাথে স্বল্প মেয়াদে কাজ শেষে বিসিবির সন্তুষ্টি অর্জন করতে পারলে এবং বিসিবিতে কাজের পরিবেশ তার ভালো লাগলে তবেই দীর্ঘমেয়াদে তাকে নিয়োগের ব্যাপারে ভাববে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। .ম্যাকগিলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরে পাপন জানান, ‘স্পিন বোলিং কোচ হিসেবে আমাদের প্রথম পছন্দ স্টুয়ার্ট ম্যাকগিল। প্রাথমিকভাবে তার সাথে চুক্তিটা স্বল্প মেয়াদে হবে। আগে যেমন আমরা লম্বা সময়ের জন্য নিয়ে নিতাম এখন কিছুদিন দেখতে চাই। কেননা তারও তো ভালো না লাগতে পারে। আমরাও তাকে দেখে নিলাম, সেও আমাদের দেখলো। দীর্ঘমেয়াদে চু্ক্তিটা আমরা পরে করতে চাই। আপাতত তিন মাসের জন্য তাকে নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজের আগেই তাকে পাওয়া যাবে। ’

এদিকে বাংলাদেশ ক্রিকেটের এইচপি দলের ফাস্ট বোলিং কোচের বিষয়টিও এদিন চূড়ান্ত হয়েছে। আর এখানে নিয়োগ পাচ্ছেন লঙ্কান পেসার চম্পিকা রামানায়েক। রামানায়েক অবশ্য এইচপিই নয়, অন্যান্য বয়সভিত্তিক দলের কোচ হিসেবেও কাজ করবেন। প্রয়োজনে জাতীয় দলেও তার ডাক পড়তে পারে। পাপন জানান, ‘ফাস্ট বোলিং কোচ হিসেবে এই মুহূর্তে কোর্টনি ওয়ালশ আছেন। আরেক জনের সাথে যোগাযোগ করেছি তিনি রামানায়েক। এইচপিসহ সবকিছুর জন্যই তাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি। তার সাথে আমরা এখনও চুক্তি করিনি। তার সাথে দীর্ঘ মেয়াদে চুক্তি করবো। ’

ক’দিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন ম্যাকগিল। তাকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটারদের দেনা-পাওনা নিয়ে ঝামেলা চলতে চলতেই ২০০০ সালে ওয়ানডে আর ২০০৮ সালে টেস্ট থেকে অবসর নেওয়া ম্যাকগিল বোর্ডের কাছে পাওনা টাকার দাবি করে বসেন। স্থানীয় আদালতের দ্বারস্থ হয়ে তিনি জানান, ২০০৮ সালের ইনজুরিতে ছিটকে যাওয়ার পর বোর্ডের কাছ থেকে টাকা পাওনা থাকলেও সেটি তাকে দেওয়া হয়নি। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ ডলারের বেশি।

ক্রিকেট ক্যারিয়ারে মাত্র ৪৪টি ম্যাচ খেলা এই স্পিনারের ঝুলিতে ২০৮ উইকেট। সাদা পোশাকে তিনি ১০টি করে উইকেট পেয়েছেন দুই বার। আর ৫টি করে পেয়েছেন ১২ বার। অস্ট্রেলিয়ার ওয়ানডে জার্সিতে তার নামের পাশে মাত্র তিনটি ম্যাচ, ৬টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৭
এমআরপি/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।