ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রদবদল আসছে বিসিবির নির্বাচক প্যানেলে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
রদবদল আসছে বিসিবির নির্বাচক প্যানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাজমুল হাসান পাপন

ঢাকা: চলতি বছরের জুনে শেষ হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের মেয়াদ। তাই আগামী এক বছরের জন্য মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ।

মেয়াদ বাড়ানোর সাথে সাথে সিদ্ধান্ত এসেছে নির্বাচকদের রদবদলের বিষয়টিও। বিদ্যমান তিন সদস্যের নির্বাচক প্যানেল থেকে একজনকে সরে যেতে হতে পারে।

রোববার (৩০ জুলাই) বিসিবির পরিচালনা পর্ষদের সভাশেষে সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

পরিচালকদের রদবদল নিয়ে পাপন জানান, ‘নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আমরা এক বছর বাড়িয়েছি। সভায় আলাপ-আলোচনা হয়েছে, একজন পরিবর্তন হতে পারে। জুনিয়র থেকে সিনিয়র, আর সিনিয়র থেকে জুনিয়র করতে পারি আমরা। তাদের সাথে কথা বলতে হবে। বোর্ড মনে করছে নতুন একজন যদি আনা শুরু করি জুনিয়র লেভেল থেকে সেটা আমাদের জন্য ভালো হবে। ’

 তাহলে কে সরে যাচ্ছেন এই প্যানেল থেকে? আর কে-ই বা আসছেন? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে থাকা প্যানেলের অপর নির্বাচক সাজ্জাদ হোসেন শিপন প্যানেল থেকে বাদ পড়তে পারেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সেজান। আর শিপনকে এখান থেকে সরিয়ে নিয়ে ফেরত পাঠানো হতে পারে বয়স ভিত্তিক দলে।

এর আগে ২০১৬ সালে প্রধান নির্বাচক ফারুক আহমেদের পদত্যাগের পর শিপনকে বয়সভিত্তিক দল থেকে জাতীয় দলে নির্বাচক করেছিল বিসিবি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।