ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রায়ের কপি হাতে পেলেই বিসিবির এজিএম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
রায়ের কপি হাতে পেলেই বিসিবির এজিএম নাজমুল হাসান পাপন

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধন শুধু সংস্থাটি নিজেই করতে পারবে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) নয়। বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল নিষ্পত্তি করে ২৬ জুলাই এমন পর্যবেক্ষণ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম), বিশেষ সাধারণ সভাসহ (ইজিএম) নির্বাচন করতে বিসিবির আইনগত কোনো বাধা নেই।

ফলে এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই এজিএম ও ইজিএম সেরে ফেলতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। তবে তার আগে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের কপির জন্য অপেক্ষা করছে বিসিবি।

কপিটি হাতে পেলে তবেই এজিএম ও ইজিএম সম্পন্ন করবে বলে মতৈক্যে পৌঁছেছে বিসিবির পরিচালনা পর্ষদ।
 
রোববার (৩০ জুলাই) বিসিবির সভা শেষে এ কথা জানান বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।  

অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে এজিএম ও ইজিএম অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘কোর্টের রায়ের কপিটি আমাদের হাতে আসেনি। যা শুনেছি, তাতে মনে হচ্ছে মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে। যদি নিষ্পত্তি হয়ে যায়, তাহলে তো আমাদের সামনে আগাতে হবে। সেজন্য আমাদের এজিএম-ইজিএম যেগুলো বাকি আছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছি ‘
 
পাপন আরও বলেন, ‘আমরা সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহের মধ্যে এটা করবো। যদি এর মাঝে আমাদের কাছে রায়ের কপিটি চলে আসে, তবে কোর্টের নির্দেশনা দেখে কাজগুলো করবো। ’
 
এক রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের ২৭ জানুয়ারি বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। পরদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি। ওই দিনই বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। পরে বিভিন্ন সময়ে স্থগিতাদেশ বাড়ানো হয়।  
 
সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ওই রিট আবেদন করেন বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন এবং বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি ইউসুফ জামিল বাবু। ইউসুফ জামিল বাবু ২০১৬ সালের ১৭ নভেম্বর মারা যান।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৭
এইচএল/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।