ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ওভালে চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ওভালে চালকের আসনে ইংল্যান্ড ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ টেস্টের তৃতীয়টির চতুর্থ দিন শেষে চালকের আসনে রয়েছে ইংল্যান্ড। যেখানে সফরকারী প্রোটিয়াদের ৪৯২ রানের বড় টার্গেট দিয়েছে ইংলিশরা। তবে দিন শেষে ১১৭ রান তুলতেই চার উইকেট হারায় দ.আফ্রিকা। জয়ের জন্য এখনও প্রয়োজন ৩৭৫ রান।

লন্ডনের ওভালে দ.আফ্রিকা প্রথম ইনিংসে ১৭৫ রানে অলআউট হয়ে যায়। আর দ্বিতীয় ইনিংসেও খুব বেশি সুবিধে করতে পারেনি দলটি।

কেননা ওপেনার ডিন এলগার ছাড়া আর কেউই ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। বাঁহাতি এলগার ৭২ রানে অপরাজিত আছেন। অপরপ্রান্তে ১৬ রানে মাঠ ছেড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান তেম্বা বাভুমা।

ইংলিশ বোলারদের মধ্যে বেন স্টোকস দুটি আর স্টুয়ার্ট ব্রড ও টবি রোলান্ড-জোন্স একটি করে উইকেট পেয়েছেন।

এর আগে ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে ৩১৩ রান করে ইনিংস ঘোষণা করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন জনি বেয়ারস্টো। এছাড়া হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন জো রুট ও টম ওয়েসলি।

প্রোটিয়া বোলারদের মধ্যে কেশব মাহারেজ সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন। দুটি উইকেট নেন ক্রিস মরিস।

ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৩৫৩ রান করেছিল। জবাবে প্রোটিয়ারা ১৭৫ রানে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারায়।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।