ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অজিদের বাংলাদেশ সফরের তাগিদ দিলেন ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
অজিদের বাংলাদেশ সফরের তাগিদ দিলেন ক্লার্ক অজিদের বাংলাদেশ সফরের তাগিত দিলেন ক্লার্ক-ছবি:সংগৃহীত

মাসখানেক পরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসা কথা রয়েছে। তবে দেশটিতে ক্রিকেটারদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে বোর্ডের সাথে জটিলতায় তা এখনো অনিশ্চিত। কিন্তু অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, অস্ট্রেলিয়ার অবশ্যই বাংলাদেশে যাওয়া উচিত।

চ্যানেল নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, ‘আমাদের অবশ্যই বাংলাদেশে যেতে হবে। আমাদের ভারতে গিয়ে একদিনের সিরিজ খেলতে হবে এরপর ঘরের মাঠে ইংল্যান্ডকে হারাতে আমাদের সেরাটা দিতে হবে।

যেটা আমি মনে করি সম্ভব যদি আমরা দল হিসেবে খেলতে পারি। ’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত নতুন আর্থিক কাঠামো মেনে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেননি অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ফলে, চুক্তি হারিয়ে ১ জুলাই থেকেই বেকার অস্ট্রেলিয়ার প্রায় ২৩০ জনের মতো ক্রিকেটার। এই ঝামেলাতেই অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হয়েছে। আশঙ্কা আছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ, ভারত সফর বাতিল হয়ে যাওয়ারও।

উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা টিম অস্ট্রেলিয়ার। অন্যদিকে ২৭ আগস্ট মিরপুর প্রথম টেস্ট মাঠে গড়ানোর কথা।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।