ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সুজনকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
সুজনকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে সুজনকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। সিঙ্গাপুর নেওয়ার ব্যাপারে সকল ধরনের প্রস্তুতি চলছে। তবে নেওয়া হবে কিনা তা এমআরআই রিপোর্টের ওপর নির্ভর করছে। বাংলানিউজকে এমনটি জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এর আগে শারীরিক অবস্থার অবনতি ঘটায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে রাজধানীর ইউনাইটেডে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সে সময় তিনি সেমি কোমায় ছিলেন।

শনিবার (২৯ জুলাই) গভীর রাতে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয় সাবেক এই টাইগার দলপতিকে। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রোববার (৩০ জুলাই) সকালে তাকে ইউনাইটেডে হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনাইটেডে ভর্তির পর অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।