ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ব্রাভো ডোয়াইন ব্রাভো/ছবি: সংগৃহীত

গতবার ঢাকা ডায়নামাইটসের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি (২১) ডোয়াইন ব্রাভো। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে তাকে দেখা যাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।

ওয়েস্ট ইন্ডিজ তারকাকে দলে ভিড়িয়েছে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নরা। কিন্তু কুমিল্লার হয়ে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না ব্রাভো।

দল প্লে-অফ পর্বে উত্তীর্ণ হলে যোগ দেবেন ৩৩ বছর এ বয়সী অলরাউন্ডার।

আগামী ২ নভেম্বর বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। শিরোপা লড়াইয়ে নামবে আটটি দল। প্রতিটি টিমই নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় টি-টোয়েন্টির মেগাস্টার ব্রাভোকে দলভুক্ত করলো কুমিল্লা।

ইতোমধ্যেই বেশ কয়েকজন বিদেশি তারকাকে নিশ্চিত করেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি লক্ষ্যণীয়। শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়র কুমিল্লার হয়ে খেলবেন। এছাড়াও আছেন শ্রীলঙ্কান আইকন অ্যাঞ্জেলো ম্যাথুস, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং দুই আফগান মোহাম্মদ নবী ও আইপিএলের চমক দেখানো লেগস্পিনার আদিল রশিদ।

এর আগে আইকন ক্রিকেটার হিসেবে তামিমের সঙ্গে চুক্তি সম্পন্ন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই সিজন কাটিয়ে নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার তিনি রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।