ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে বিগ ব্যাশ, টাইগারদের সুযোগ থাকবে তো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
শুরু হচ্ছে বিগ ব্যাশ, টাইগারদের সুযোগ থাকবে তো! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের দুই আসরে টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছিলেন। সাকিব মেলবোর্ন স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগার্ডসের হয়ে দ্বিতীয় ও চতুর্থ মৌসুম খেলেছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিগ ব্যাশের সূচি চূড়ান্ত করেছে। বিগ ব্যাশের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুম শুরু হবে।

গতবারের থেকে এবার দল না বাড়লেও ম্যাচ বাড়ছে। এবারের আসরে থাকছে মোট ৪৩টি ম্যাচ।

এবারের টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর। আট দলের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৪ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ১ ও ২ ফেব্রুয়ারি। এবারের আসরেও ভিন্নতা থাকছে। একই দিনে পুরুষ আর মেয়েদের বিগ ব্যাশের ফাইনাল অনুষ্ঠিত হলেও পুরুষদের যুদ্ধ শুরু হওয়ার দশ দিন আগেই শুরু হবে মেয়েদের লড়াই। দুই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ৪ ফেব্রুয়ারি।

বিগ ব্যাশের সপ্তম আসরে থাকতে পারে একাধিক বাংলাদেশি ক্রিকেটার। সাকিব ছাড়াও এবার মোস্তাফিজ-তামিমদের নিয়ে যুদ্ধে নামতে পারে বিগ ব্যাশের দলগুলো। যদিও বিগ ব্যাশের দলগুলোতে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ এমনিতে কম। তারপরও নিশ্চিত পারফর্মারদের নিয়ে বাজি ধরতে পটু দলগুলো। সেক্ষেত্রে সাকিবের পাশাপাশি সম্প্রতি ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাওয়া তামিমের দিকে নজর রাখবে। এছাড়া, বিশ্ব তারকা মোস্তাফিজকে নিয়ে চ্যালেঞ্জ নিতে পারে বিগ ব্যাশের দলগুলো।

এখনও অনেক সময় বাকি থাকলেও বিগ ব্যাশে মোস্তাফিজকে দেখার লোভ সামলাতে হচ্ছে। কাটার মাস্টার মোস্তাফিজের দিকে হাত বাড়াতে পারে সাকিবের সাবেক দল মেলবোর্ন রেনেগার্ডস। কারণটাও আর কিছুই নয়-টম মুডি। আইপিএলে দ্য ফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ অস্ট্রেলিয়ার এই কোচ। যিনি বিগ ব্যাশ দল মেলবোর্নের পরিচালকও। বিদেশি ক্রিকেটারদের কোটা পূরণ না হলে নিজের সেরা ছাত্রকেই বেছে নিতে পারেন মুডি।

১৯ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্স। মোট ৪৭ দিনের বিগ ব্যাশ আসরে এবার পুরুষদের সবকটি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে আয়োজক কমিটি থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে, নারীদের ১২টি ম্যাচ সরাসরি টেন নেটওয়ার্ক সম্প্রচার করবে। তবে বাকি ম্যাচগুলো ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ওয়েবসাইটে দেখাবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।