ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সংশয়ের কালো মেঘ কেটে যাচ্ছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
সংশয়ের কালো মেঘ কেটে যাচ্ছে স্টিভ স্মিথ-জেমস সাদারল্যান্ড

অবশেষে বাংলাদেশ সফরের আগে দেনা-পাওনার বিরোধ নিয়ে নিষ্পত্তিতে আসতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ার পেশাদার ক্রিকেটারদের সংগঠনের (এসিএ) সঙ্গে বৈঠক শেষে এমনটিই আভাস দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ সহ স্থানীয় একাধিক জনপ্রিয় নিউজপোর্টাল।

এর ফলে, অস্ট্রেলিয়ার আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আর কোনো শঙ্কা থাকবে না। প্রায় এক মাসের মতো এমন সমস্যা চললেও বিষয়টি মিটে যাওয়ার কোনো লক্ষণই ছিল না।

অবশেষে দুই পক্ষের বরফ গলা শেষ হলে আলোচনার মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি ঘটতে চলেছে।

মেলবোর্নে নতুন সমঝোতা চুক্তির লক্ষ্যে বৈঠকে বসে দুই পক্ষ। দেনা-পাওনার ঝামেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও দেশটির ক্রিকেটারদের মাঝে দ্বন্দ্ব এমন রূপ নেয় যে, ঝামেলা মেটাতে আদালতের শরণাপন্ন হতে চেয়েছিল সিএ। দুই পক্ষ সমঝোতায় আসতে না পারায় আদালতই সমাধান দিতে পারেন বলে মনে করেছিলেন সিএ’র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। এবার তিনিও বেশ নরম হয়েছেন। ঠান্ডা হয়েছেন এসিএর প্রধান অ্যালিস্টার নিকোলসনও।

এদিকে, সংক্ষিপ্ত তিন দিনের সফর শেষে বাংলাদেশ থেকে ফিরে গেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধিদল। আর ফেরার আগে সিএর নিরাপত্তা বিভাগের প্রধান শন ক্যারলের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ম্যানেজার গেভিন ডোভি আশা করছেন, বেতন সংক্রান্ত ঝামেলা খুব শিগগিরই শেষ হবে, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর হবেই।

অস্ট্রেলিয়া বাংলাদেশে সর্বশেষ টেস্ট খেলেছিল প্রায় এক যুগ আগে। আর এই সফরটা হওয়ার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু সেই বছর অক্টোবরে নিরাপত্তার অযুহাতে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। এমনকি এরপর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয়নি অস্ট্রেলিয়া। এবার অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অজিদের। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে।

গত ৩০ জুন ক্রিকেটারদের সঙ্গে সিএ’র চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এ কারণে বেকার হয়ে পড়েন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথসহ ২৩০ জন শীর্ষ অস্ট্রেলীয় ক্রিকেটার। এক মাস ধরে সমস্যার সমাধানে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।