ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ছবিতেই বুঝিয়ে দিলেন মানিয়ে নিয়েছেন মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ছবিতেই বুঝিয়ে দিলেন মানিয়ে নিয়েছেন মিরাজ ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তারকা অভিনেতা শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়েছেন টাইগারদের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সেখানে দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন এই স্পিন অলরাউন্ডার।

সিপিএল টুর্নামেন্টে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান বেশ পুরোনো। এটি তার জন্য শুধুমাত্র আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

কিন্তু, প্রথমবারের মতো সিপিএল খেলতে যাওয়া মিরাজের ক্ষেত্রে ব্যাপারটি ভিন্ন। তবে, খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

সোমবার (৩১ জুলাই) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে অনুশীলনের তিনটি ছবি পোস্ট করেছেন মিরাজ। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময়। ’

ওয়েস্ট ইন্ডিজে সাফল্য পেতে মিরাজ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাওয়া সাকিবের কাছ থেকে পরামর্শ নিয়ে গেছেন। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে বেশ কিছু দিন অনুশীলন করেছিলেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজে সিপিএলের আসরে তাকে খেলতে হবে টি-টোয়েন্টি ফরমেটে। সেখান থেকে ফিরে আবারো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা। যাওয়ার আগে মিরাজ জানিয়েছিলেন, ‘কোনো ফরমেটই পেশাদার ক্রিকেটারদের কাছে আলাদা নয়। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। কন্ডিশনকেও মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এক কন্ডিশন থেকে অন্য কন্ডিশনে কিংবা একটা ফরমেট থেকে অন্য আরেকটা ফরমেটে দ্রুত মানিয়ে নিতে না পারলে টিকে থাকা খুব কঠিন। ’.মিরাজের পোস্ট করা ছবিতেই বোঝা যাচ্ছে খুব দ্রুতই তিনি ক্যারিবীয় দ্বীপে নিজেকে মানিয়ে নিয়েছেন। এর আগের ছবিগুলোতে দেখা যায় ত্রিনবাগোর টিম ম্যানেজমেন্টের সাথে খাবার খাচ্ছেন মিরাজ।

সিপিএলে পাঁচটি ম্যাচ খেলার জন্য আপাতত ১৫ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছেন মিরাজ। সিপিএলের দল ত্রিনবাগো নাইট রাইডার্সে মিরাজ সতীর্থ হিসেবে পাবেন হাশিম আমলা, সুনীল নারাইন, কলিন মুনরো, ব্র্যান্ডন ম্যাককালাম, ডোয়েন ব্রাভোদের মতো তারকা ক্রিকেটারদের।

আগামী ৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৭টায় সেন্ট লুসিয়া স্টারসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মিরাজের দল ত্রিনবাগো নাইট রাইডার্স।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।