ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তাসকিন-মোস্তাফিজদের ব্যাটিং দীক্ষা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
তাসকিন-মোস্তাফিজদের ব্যাটিং দীক্ষা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ট্রেনিং ক্যাম্প। আর এই ক্যাম্পকে সামনে রেখে ছুটি কাটিয়ে এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছেন হেড কোচ হাথুরুসিংহে। তার সাথে আছেন এক মাসের জন্য নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া মার্ক ও’নিল।

সোমবার (৩১ জুলাই) ছিল টাইগারদের দ্বিতীয় দিনের স্কিল অনুশীলন। দিনের অনুশীলনের অংশ হিসেবে ছিল জিম, ব্যাটিং এবং বোলিং।

দিনের শুরুতেই টাইগাররা অনুশীলনে নেমেছে জিমে গা গরমের লক্ষ্যে। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমগা গরম শেষে জাতীয় ক্রিকেট একাডেমির মাঠে নেটে সেরেছেন ব্যাটিং ও বোলিং অনুশীলন। একাডেমিতে অনুশীলন পর্ব সেরে সাকিব-তামিমরা চলে গেছেন ইনডোরে। সেখানেও লম্বা সময় চলেছে তাদের নিবিড় অনুশীলন। এর ফাকে কোচদের কাছে নিয়েছেন স্ব স্ব বিভাগে আরও জ্বলে উঠার পরামর্শ। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমদিনের অনুশীলনের উল্লেখযোগ্য অংশটুকু ছিল লোয়ার অর্ডার বা বোলারদের অনুশীলন। ব্যাটিংয়ের নতুন কোচ মার্ক ও’নিলের পরামর্শে তামিম, সাকিব, সৌম্য, মুশফিকদের পাশাপাশি তাসকিন, মোস্তাফিজ, শুভাশীষ, তাইজুল, তানবির ও সাইফুদ্দিনকেও প্যাডআপ করে হেলমেট মাথায় নিবিড় ব্যাটিং অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে। বোলিংয়ের সাথে সাথে বাংলাদেশের লোয়ার অর্ডারদের ব্যাটিং পারফরমেন্সের উপরে ইতোমধ্যোই গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই ও’নিলের ক্লাসে সামিল হয়েছেন লাল-সবুজের বোলাররা। ক্যাম্পের বাকি দিনগুলোতেও তাদের এমন ব্যাটিং ধারাবাহিকা অব্যাহত থাকবে। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমতবে বোলারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন চোয়ালে চোট কাটিয়ে সদ্যই ক্যাম্পে যোগ দেয়া সিনিয়র ফাস্ট বোলার রুবেল হোসেন। চোট থেকে ফেরার পর আজই তিনি প্রথম বোলিং করেছেন। কিন্তু ব্যাটিং করেননি। তবে প্রথম দিনের বোলিং হলেও তাতে ইনটেনসিটির পরিমান যথেষ্টই ছিল এবং কোনো অসুবিধা বোধ করেননি বলে দাবী রুবেলের, ‘৬০ ভাগ ইনটেনসিটি দিয়ে বোলিং করতে পেরেছি। কোনো সমস্যা হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৩১ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।