ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডের উড়ন্ত জয়ে মঈনের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
ইংল্যান্ডের উড়ন্ত জয়ে মঈনের হ্যাটট্রিক ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উড়ন্ত জয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি হ্যাটট্রিক হিরো মঈন আলী/ছবি: সংগৃহীত

ডিন এলগারের লড়াকু সেঞ্চুরিতে প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি দক্ষিণ আফ্রিকার। ওভালে হ্যাটট্রিক উদযাপনে প্রোটিয়াদের ইনিংসের সমাপ্তি টানেন মঈন আলী। ২৩৯ রানের বিশাল জয়ে চার ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড।

স্কোর: ইংল্যান্ড - ৩৫৩ ও ৩১৩/৮ ডিক্লে.
দ. আফ্রিকা – ১৭৫ ও ২৫২ (৭৭.১ ওভার)

প্রথম ইনিংসে ১৭৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৫২ রান তুলতে সবকটি উইকেট হারায় সফরকারীরা। চার উইকেটে ১১৭ রান নিয়ে পঞ্চম ও শেষদিনের ব্যাটিংয়ে নামেন এলগার ও তেম্বা বাভুমা (৩২)।

এলগার ছাড়া আর কেউই দলের হাল ধরতে পারেননি। ওপেনিংয়ে নেমে ১৩৬ রানের দায়িত্বশীল ইনিংস উপহার দেন তিনি।  

এলগারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন মঈন। অষ্টম উইকেট হারায় প্রোটিয়ারা। ৭৬তম ওভারের শেষ বলে তার অফস্পিনের শিকার কাগিসো রাবাদা। দু’টি ক্যাচই লুফে নেন বেন স্টোকস। ৭৮তম ওভারে এসেই সতীর্থদের বাঁধভাঙা উদযাপনের মধ্যমণি বনে যান এ ব্যাটিং অলরাউন্ডার। মরনের মরকেলের এলডিব্লুর মধ্য দিয়ে শোচনীয় পরাজয়ের লজ্জায় ডোবে আগের ম্যাচে ৩৪০ রানের দাপুটে জয় পাওয়া দ. আফ্রিকা।

পাঁচ উইকেট নিয়ে প্রথম ইনিংসে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়া অভিষিক্ত পেসার টবি রোল্যান্ড-জোনস নেন তিনটি। চার উইকেট দখল করেন হ্যাটট্রিক হিরো মঈন।

আগামী ৪ আগস্ট (শুক্রবার) সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্ট মাঠে গড়াবে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।