সোমবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এ উৎসবে মাতে ক্লাবটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটর বোর্ডের পরিচালকরা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ, গাজী গ্রুপের খেলোয়াড়রা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সিসিডিএমের আওতাধীন সকল ক্লাব কর্মকর্তা ও বিপিএল ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তূজা।
অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে নাজমুল হাসান পাপন বলেন, দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউজগুলো যত এগিয়ে আসবে দেশের ক্রিকেটের জন্য ততই মঙ্গল হবে। গাজী গ্রুপ দেশের ক্রিকেটের সাথে সব সময়ই ছিলো এবং এখনো তারা সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। আশা করি তাদের এই সাফল্য অন্যদেরকেও দেশের ক্রিকেটে তথা ক্রীড়া জগৎকে এগিয়ে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে গাজী গ্রুপ সব সময়ই বিসিবির পাশে ছিল এবং আগামীতেও থাকবে। গাজী গ্রুপ ক্রিকেটার্স হান্টের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে দেশের পেশাদার লিগগুলোতে খেলার সুযোগ করে দিচ্ছে। খুব শিগগিরই আমরা নিজস্ব জমিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি নামে একটি আন্তর্জাতিক মানের একাডেমি নির্মাণ করতে যাচ্ছি। দেশের ক্রিকেটের উন্নয়নে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। ’
ঢা্কা প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০১৬-১৭ মৌসুমে ১৬ ম্যাচের মধ্যে ১২টিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে হেড টু হেড এগিয়ে থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট জেতে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বাংলাদেশ সময় ২২১৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এইচএল/এমজেএফ