ছবি:সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দিবাগত রাতে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
শঙ্কা কাটেনি বলেই বিদেশে তার চিকিৎসার বন্দোবস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১২.৫০ মিনিটে সুজনকে বহন করা বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
তার পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য খালেদ মাহমুদকে সিঙ্গাপুরের পার্কওয়ে ইস্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বিসিবি সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের গ্রিনিগলস হাসপাতালে নেওয়া হবে তাকে।
এর আগে গত শনিবার (২৯ জুলাই) গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয় জাতীয় দলের সাবেক দলপতি এবং বোর্ড পরিচালক সুজনকে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরদিন ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আরও সংকটাপন্ন হলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।