ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সময় হলেই দল ছাড়ার বার্তা পাবেন ধোনি-যুবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
সময় হলেই দল ছাড়ার বার্তা পাবেন ধোনি-যুবি ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং। ক’দিন আগে ৩৬-এ পা রাখেন ধোনি। ডিসেম্বরে যুবরাজের পালা। দু’জনই ভারতের চ্যাম্পিয়ন ক্রিকেটার। আর ঠিক সময়েই ধোনি ও যুবরাজকে দল ছাড়ার বার্তা দেওয়া হবে বলে জানিয়ে দিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ।

বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ কোচিং স্টাফদের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বিশ্বকাপের কথা ভেবে প্লেয়ারদের পুল তৈরি করার পথে ভারতীয় বোর্ড।

প্রসাদ এ ব্যাপারে জানিয়েছেন, ‘ধোনি-যুবরাজের ব্যাপারটি নিয়ে আমাদের আরও আলোচনা করতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না। ’

এদিকে, ২০১৯ বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজে নেমে পড়বেন নবনিযুক্ত হেড কোচ রবি শাস্ত্রী। ধোনি ও যুবরাজের খেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি। সময় হলে এই ইস্যুটি নিয়ে বসবেন বলে নিশ্চিত করেছেন শাস্ত্রী। ধোনি ও যুবরাজের ক্যারিয়ার নিয়ে এখনই কথা বলার পক্ষপাতী নন তিনি। নতুন এই কোচ টিমের বর্তমান চ্যালেঞ্জগুলোর দিকে দৃষ্টি রাখছেন।

পরবর্তী ওয়ার্ল্ডকাপে খেলার ইচ্ছাটা ইতোমধ্যেই জানিয়েছেন একে একে তিন ফরমেটে বিরাট কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ধোনি। ২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিতটাও দিয়ে রেখেছেন! তখন তার বয়স হবে ৩৮। পরীক্ষিত যুবরাজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অবশ্য এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

প্রসাদ আরও যোগ করেন, ‘জুনে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমাদের মাথাতেও বিশ্বকাপের চিন্তা আসে। দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করেছে। কিছু সমস্যা ছিল। আশা করি আগামী দেড় বছরে আমরা তা কাটিয়ে উঠতে পারব৷’

ধোনি ও যুবরাজ চ্যাম্পিয়ন পারফরমার। ভারতকে বহু ম্যাচ তারা একাই জিতিয়েছেন। কিন্তু সময়ের পরিক্রমায় তাদের সাম্প্রতিক ফর্ম সে কথা বলছে না। চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যুবরাজের ৩২ বলে ৫৩, বাজেভাবে আসরটি শেষ করার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ধোনির ৭৯ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংসের পরও এসব কথা উঠছে। ধারাবাহিকতার ঘাটতিটাই এর বড় কারণ।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৭
এমআরপি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।