ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে আফগানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে আফগানরা ছবি:সংগৃহীত

অভিষেক টেস্ট খেলতে মুখিয়ে আছে আফগানিস্তান। তবে হয়তো সাদা পোশাকের ক্রিকেট খেলতে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না তাদের। এ বছরই জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কথা বলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

গত জুনে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানরা এই সিরিজটি আয়োজন করতে চায়।

পূর্ণাঙ্গ এই সিরিজে থাকতে পারে একটি টেস্ট, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি অথবা তিনটি টি-টোয়েন্টি।

যদিও আফগানরা নিজেদের মাটিতে স্বাগতিক হতে পারছে না। তবে এসিবি ভারত অথবা সংযুক্ত আরব আমিরাতের দিকে তাকিয়ে।

এসিবি গত সপ্তাহেই জিম্বাবুয়ে ক্রিকেটকে (জেডসি) একটি ইমেইল করেছে। তবে দুই বোর্ড সিরিজটি নিশ্চিত করবে জেডসি’র সিদ্ধান্তের পরে। কেননা জিম্বাবুয়েকে বাংলাদেশে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজের কথাও ভাবতে হচ্ছে। এই ত্রি-দেশীয় সিরিজটি আইসিসির এফটিপির অংশ। যেটি কিনা আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়ার কথা। তাই জিম্বাবুয়ে চাচ্ছে বাংলাদেশ সফরের আগেই আমিরাতে আফগানদের বিপক্ষে খেলতে।

আফগানিস্তানের জন্য এই সিরিজটি বেশ গুরুত্ব বহন করে। কেননা ২০০৯ সালে ওয়ানডে স্ট্যাটাসের পর নিজেদের ক্রিকেটকে শীর্ষ পর্যায়ে নেওয়ার চেষ্টা করছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি।

এ সময়ের মধ্যে আফগানরা জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিনটি সীমিত ওভারের সিরিজ জিতেছে। এছাড়া গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হারিয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।