ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বিশ্বকাপ-আইপিএল জিতেছি, সময় এবার হৃদয় জেতার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
‘বিশ্বকাপ-আইপিএল জিতেছি, সময় এবার হৃদয় জেতার’ ছবি: সংগৃহীত

ভারতের ওপেনার ও আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের দলপতি গৌতম গম্ভীর মানুষ হিসেবেও যে দুর্দান্ত আরও একবার সেই পরিচয় দিলেন। জাতীয় দলে ব্রাত্য এই তারকা দেশের গরীব মানুষের মুখে খাবার তুলে দিতে ‘এক আশা’ নামে একটি সংস্থা খুলেছেন।

গম্ভীরের সমাজসেবা এবরাই প্রথম নয়। এর আগে ভারতের ছত্রিশগড়ের সুকমায় মাওবাদীদের হামলায় ২৫ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন।

তাদের পরিবারকে সাহায্য করতে এগিয়ে যান তিনি। সেই হামলায় শহীদ ২৫ জন জওয়ানের সন্তানদের পড়াশোনার খরচের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন গম্ভীর। কলকাতার দলপতির গড়ে তোলা ‘গম্ভীর ফাউন্ডেশন’ এর মাধ্যমে সব খরচ বহন করা হচ্ছে।

দেশের একজনেরও পেটে যাতে ক্ষুধা না থাকে সেজন্য গৌতম গম্ভীর ফাউন্ডেশন এগিয়ে এসেছে। ‘এক আশা’ নামের এই সংস্থা এখন থেকে সারা বছর (৩৬৫ দিন) গরীবদের মুখে দু’মুঠো অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করবে। ফাউন্ডেশনে এসে ফিরে যাবে না কোনো ক্ষুধার্ত মানুষ। প্রতিদিন দুপুর ১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দিল্লির ওয়েস্ট প্যাটেল নগরে ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণ করা হবে।

গম্ভীর এক বিবৃতিতে জানান, ‘বিশ্বকাপ জিতেছি, আইপিএল জিতেছি, সময় এসেছে মানুষের হৃদয় জেতার এবং ক্ষুধাকে জয় করার। আমার হৃদয় জানাচ্ছে, হাতে একটি প্লেট তুলে নাও এবং শুধু একটিই প্রার্থনা করো “কেউই যাতে ক্ষুধার্ত না থাকে”। এক আশা ৩৬৫ দিন, ৫২ সপ্তাহ আর ১২ মাস আপনাদের জন্য খোলা থাকবে। ’

বিভিন্ন কাজে দেশের মানুষের প্রশংসা কুড়িয়েছে গম্ভীরের গড়ে তোলা সংস্থাটি। বিভিন্ন সামাজিক উৎসবে কিংবা ভারতের কোনো বিশেষ দিনে গম্ভীরের ফাউন্ডেশনের সদস্যরা বিনামূল্যে রক্ত দান করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করা এশিয়াডে সোনা জয়ী ক্রীড়াবিদ ডিঙ্কো সিংয়ের চিকিৎসার খরচ বহন করছে গম্ভীরের ফাউন্ডেশন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।