ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গুরুদের শরণাপন্ন রুবেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
গুরুদের শরণাপন্ন রুবেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়ানডে ক্রিকেটে ৭৭ ম্যাচে টাইগার পেসার রুবেল হোসেনেরে উইকেট সংখ্যা ৯৩টি। উইকেট প্রতি তার রানের গড় ৩৫.১৯। পক্ষান্তরে টেস্ট ক্যারিয়ারে তার পারফরম্যান্স বেশ দৈন্য। ২৪ ম্যাচে ৭৭.৯৩ গড়ে উইকেট পেয়েছেন ৩২টি। তাই টেস্টে আরও উইকেট শিকার ও গড় রান কমাতে কোচ কোর্টনি ওয়ালশের শরণাপন্ন হতে চাইছেন রুবেল।

কারণটাও বেশ জোড়ালো। টেস্টে সব সময়ের সেরা বোলার ওয়ালশ ২৪.৪৪ গড় রানে, ১৩২ ম্যাচে সংগ্রহ করেছেন ৫১৯টি উইকেট।


 
মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সংবাদ মাধ্যমকে রুবেল জানান, ‘টেস্ট ক্রিকেটে ওয়ালশের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তার টেস্ট ক্যারিয়ার অনেক ভালো। কিভাবে লাইন লেংথে ঠিকমতো বল করা যায় এবং অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে কিভাবে উইকেট বের করতে হবে এটা নিয়ে তার সাথে আলাপ করবো। ’

চোয়ালের চোট কাটিয়ে সদ্যই ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই সিনিয়র ফাস্ট বোলার। চোট থেকে ফিরে গতকালই প্রথম বোলিং সেশনে যোগ দিয়েছেন। তার ক্যাম্পে যোগ দেয়ার আগেই বোলারদের নিয়ে কাজ শুরু করেছেন ওয়ালশ। কিন্তু চোটের আঘাতে রুবেল সেই ক্যাম্প মিস করেছেন। তবে তাতে অবশ্য খুব বেশি সমস্যা দেখছেন না রুবেল।
 
রুবেল যোগ করেন, ‘এখনও অনেকদিন সময় আছে। আমি সুযোগটা কাজে লাগাতে চেষ্টা করবো। যেহেতু বেশ কয়েকটা দিন বোলিং সেশন আমার মিস হয়েছে। বাকি যে কয়টা দিন অনুশীলন আছে খুব মনোযোগ দিয়ে কাজ করতে চেষ্টা করবো। ’

গতকাল বোলিংয়ে সময় কাটালেও ব্যাটিং করতে পারেননি রুবেল। তবে আজ বোলিংয়ের পাশাপাশি করেছেন ব্যাটিংও। কিন্তু নতুন ব্যাটিং গুরু মার্ক ও’নিল আজ ছিলেন না। বাংলাদেশের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের ব্যাটিং উন্নতির বিষয়টিকে মাথায় রেখে স্কিল ট্রেনিং ক্যাম্পে ইতোমধ্যেই বোলারদের নিয়ে কাজ শুরু করেছেন মার্ক ও’নিল।

বোলিংয়ের পাশাপাশি নিজের ব্যাটিংকে আরও এগিয়ে নিতে চাইছেন রুবেল, ‘আমি কাল ব্যাটিং করিনি। আজ ব্যাটিং করেছি। নতুন ব্যাটিং কোচের সাথে এখনও দেখা হয়নি। একজন সেট ব্যাটসম্যান যখন ক্রিজে থাকে তখন আমার কি করা উচিত-এটা নিয়ে আলোচনা করব। আর কোন অবস্থায় কিভাবে ব্যাট করবো সেটাও জানতে চাইবো। ’

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।