ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির জার্সি নিলামে বিক্রি করলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১৭
কোহলির জার্সি নিলামে বিক্রি করলেন আফ্রিদি ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটারদের সই করা বিরাট কোহলির জার্সিটি নিজের চ্যারিটি ফাউন্ডেশনের জন্য বিক্রি করে দিয়েছেন শহীদ আফ্রিদি। লন্ডনে অনুষ্ঠিত নিলাম অনুষ্ঠানে পাকিস্তান আইকন নিজে উপস্থিত ছিলেন। বিশেষ জার্সিটির উইনিং বিড ৪৩০০ ইউরো। টাকার অঙ্কে ৪ লাখের উপরে।

পুরো অর্থ ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’র ফান্ডে জমা দেওয়া হবে। জানা যায়, পাকিস্তান পেসার মোহাম্মদ আমির ও অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ১০ হাজার ইউরো করে দান করেছেন।

চ্যারিটি প্রতিষ্ঠানটি বর্তমানে পাকিস্তানে একটি হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করছে।

তারই অংশ হিসেবে বিরাট কোহলির ‍জার্সিটি মহৎ উদ্দেশ্যে নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন আফ্রিদি। ভারতীয় অধিনায়ক কোহলির ওয়ানডে জার্সিতে দলের সব ক্রিকেটারের সই রয়েছে।

সাবেক তারকা অলরাউন্ডার আফ্রিদিকে দেওয়া জার্সিতে একটি বিশেষ বার্তা লিখে পাঠান কোহলি, ‘শহীদ ভাই, শুভকামনা। আপনার বিপক্ষে খেলাটা সবসময়ই আনন্দের’।

এই ফাউন্ডেশনের আয়োজনে লন্ডন ফান্ডরাইজিং ইভেন্টে কোহলির জার্সি ছাড়াও আরো কিছু জার্সি-সামগ্রী নিলামে তোলা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।