ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক মাশরাফির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
বিপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক মাশরাফির মাশরাফি বিন মুর্তজা-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কমিটি আগেই জানিয়ে দিয়েছিলো, পঞ্চম আসরে আইকন ক্রিকেটারদের কোনো ভিত্তি মূল্য থাকছে না।ফলে আইকন ক্রিকেটারদের দলে নেওয়ার বিষয়টি ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজির সমঝোতার মাধ্যমেই হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রায় সব দলই নিজেদের আইকন ক্রিকেটারদের নিশ্চিত করেছে।

বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ও অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার নতুন দল রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় ওয়ানডে দলের এ অধিনায়ক।

জানা যায়, মাশরাফিকে দলে ভেড়াতে রংপুর রাইডার্সের খরচ হচ্ছে ৮৫ লাখ টাকারও বেশি। ফলে তিনিই হচ্ছেন বিপিএলের এবারের আসরের সর্বোচ্চ পারিশ্রমিক ক্রিকেটার।

বিপিএলের প্রথম আসরে না থাকলেও এরপর থেকেই সব আসরে ছিল রংপুর। কিন্তু এখন পর্যন্ত বড় কোনো সাফল্য নেই দলটির। আগের আসরে দুর্দান্ত শুরু করেও সেটি ধরে রাখতে পারেনি দলটি। যার ফলে প্রথম রাউন্ডেই বিদায়ের ঘণ্টা বাজে। তবে এবার ‘বসুন্ধরা গ্রুপ’ মালিকানায় আসার পর ভালোভাবেই দল গুছাচ্ছে। তাদের লক্ষ্য শিরোপার দিকে। সেই লক্ষ্য অর্জনে বড় অংক দিয়ে কুমিল্লা থেকে মাশরাফিকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিপিএলের প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। তবে নিজেদের দ্বিতীয় আসরে একদমই সুবিধা করতে পারেনি দলটি। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে। যার দলে বিপিএলের আসন্ন আসরকে ঘিরে দলে বড় পরিবর্তন এনেছে কুমিল্লা। মাশরাফিকে ছেড়ে দিয়ে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে তামিম ইকবালকে।

এদিকে তামিমকে দলে ভেড়াতে কুমিল্লাকে গুনতে হয়েছে ৮০ লাখ টাকা। তবে সেটার জন্য আছে শর্ত। দলকে যেতে হবে প্লে-অফে। তবে মাশরাফি কোনো রকম শর্ত ছাড়াই পাবেন ৮৫ লাখের বেশি।

এবারের বিপিএলে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া সব দলেরই আইকন ক্রিকেটার পরিবর্তন হচ্ছে। আগের আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে এবারো খেলবেন সাকিব অন্যদিকে রিয়াদ থাকবেন আগের আসরের দল খুলনায়।

এদিকে মুশফিকুর রহিমকে দেখা যাবে রাজশাহী কিংসে। আগের আসরে রাজশাহীর আইকন ক্রিকেটার ছিলেন সাব্বির রহমান। এবার সাব্বিরকে দেখা যাবে নতুন ফ্র্যাঞ্চাইজি সুরমা সিক্সার্স সিলেটে। অন্যদিকে বরিশাল বুলসের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর বসবে বিপিএলের পঞ্চম আসর।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।