ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

তামিমের সঙ্গে গল্প-আড্ডা আর ভিডিও কল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
তামিমের সঙ্গে গল্প-আড্ডা আর ভিডিও কল ছবি: সংগৃহীত

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের পর ওপেনার তামিম ইকবালের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছেন তার ভক্ত-সমর্থকরা। তামিমের সাথে সরাসরি ভিডিও চ্যাট করতে পারবেন যে কেউ।

বাংলাদেশি সমর্থকদের সেই সুযোগ করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম রিং আইডি। বুধবার (০২ আগস্ট) রাত ১১টায় রিং আইডিতে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসেছিলেন জাতীয় দলের পেসার তাসকিন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) রাত ১০টায় লাইভে আসছেন তামিম।

ড্যাশিং ওপেনার তামিমের সঙ্গে সরাসরি ভিডিও চ্যাটে কথা বলার সুযোগ পাবেন ভক্তরা।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন বাঁহাতি ওপেনার তামিম। তামিম জানান, ‘একটা সুযোগ পেয়ে গেলাম আপনাদের সাথে পার্টনারশিপ করার। আমি আসছি আপনাদের সব কথা শুনতে। সাথে অনেক গল্প ও আড্ডা হবে, আর হবে ভিডিও কল। ’

তামিম আরও যোগ করেন, ‘রিং আইডিতে আমাকে ফলো করুন ২০২০২৮২৮ (তামিমের রিং আইডি নম্বর ২০২০২৮২৮)। আড্ডা হবে, কথা হবে, হবে অনেক মজা। আমার সাথে আড্ডা দিতে সবসময় চোখ রাখুন রিং আইডিতে। ’

উল্লেখ্য, ব্যাপক প্রচারণার মধ্য দিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে চালু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম 'রিং আইডি'। এটি কানাডার মন্ট্রিয়েল সিটিতে অবস্থিত 'রিং ইনকর্পোরেশন' দ্বারা পরিচালিত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত আইরিন ইসলাম ও শরিফ ইসলামের যৌথ উদ্যোগে যার যাত্রা শুরু। জাতীয় দৈনিকে বিজ্ঞাপনের পাশাপাশি ক্রিকেটের ইভেন্ট নিয়ে রিং আইডি ঘিরে চালানো হয় নানা কর্মকাণ্ড। প্রতিশ্রুতি দেয়া হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিকল্প হিসেবে দাঁড় করানোর।

বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।