ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এবার পুলিশের ডিএসপি পদে হারমানপ্রীত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
এবার পুলিশের ডিএসপি পদে হারমানপ্রীত ছবি: সংগৃহীত

ভারতীয় নারী দলের তারকা ব্যাটার হারমানপ্রীত কৌরের অপরাজিত ১৭১ রানের অনবদ্য ইনিংসে ভর করে নারী বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ভারত। তবে, ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৯ রানের ব্যবধানে হেরে দেশে ফিরতে হয় ভারতীয় দলকে।

বিশ্বকাপ জিততে না পারলেও দেশে ফিরে বেশ ভালোই সম্মাননা পাচ্ছেন টিম ইন্ডিয়ার নারী সদস্যরা। দলের ক্যাপ্টেন মিতালি রাজ উপহার পেয়েছেন অর্থসহ বাড়ি বানানোর জমি, গাড়ি।

এরই ধারাবাহিকতায় দলের আরেক তারকা হারমানপ্রীতকে ডিএসপি পদে নিয়োগ দিল দেশটির পাঞ্জাব পুলিশ৷

গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে ডার্বির কাউন্টি গ্রাউন্ডে হারমানপ্রীতের ১১৫ বলের ঝড়ো ইনিংসটি ওয়ার্ল্ডকাপে তৃতীয় সর্বোচ্চ ও সব মিলিয়ে পঞ্চম। ২০টি চার ও ৭টি ছক্কা হাঁকান ২৮ বছর বয়সী এ অলরাউন্ডার। তার ঝড়ো ব্যাটিংয়ে বিশ্ব ক্রিকেট নড়েচড়ে বসে। ক্যারিয়ার সেরা দর্শনীয় ব্যাটিংয়ে রেকর্ডবুকে জায়গা করে নেন। সেটি ছিল তার তৃতীয় ওডিআই সেঞ্চুরি। .২০১১ সালে পাঞ্জাব পুলিশের চাকরি চেয়েও প্রত্যাখ্যাত হয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে দেখা করেন হারমানপ্রীত। রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ অর্থাৎ ডিজিপি সুরেশ অরোরাকে হারমানপ্রীতের নিয়োগের ব্যাপারে আদেশ দেন মুখ্যমন্ত্রী। পরে পাঞ্জাব পুলিশের ডিএসপি পদে নিয়োগ দেওয়া হয় তাকে। পাশাপাশি তার হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী।

মুম্বাই শাখায় চিফ সুপারইনটেনডেন্ট পদে পশ্চিম রেলওয়েজে নিযুক্ত ছিলেন হারমানপ্রীত। পুলিশের চাকরিতে যোগদানের কারণে রেলের চাকরিকে বিদায় জানাতে হচ্ছে।

শৈশবে বাড়ি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে খেলা শিখতে যেতেন হারমানপ্রীত। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিকেট একাডেমিতে অনুশীলন বন্ধ থাকলেও ভারতীয় এই ব্যাটার বিশ্রাম নিতেন না। বলকে কাপড়ে গুজে ব্যাটিং স্টাইলে নতুন নতুন মাত্রা যোগ করে শট সিলেকশন করতেন।

বাংলাদেশ সময়: ০৬২১ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।