ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

মুলতানের দলে ‘সুলতান অব সুইং’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
মুলতানের দলে ‘সুলতান অব সুইং’ ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম দুটি আসর সফলভাবে শেষ করে এবার ঠিকানা পাল্টাচ্ছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে এবার অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। ফলে নতুন দলে দেখা যাবে ‘সুলতান অব সুইং’ খ্যাত এই তারকাকে।

আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন ওয়াসিম। পিএসএলের তৃতীয় আসরে মুলতান ভিত্তিক একটি দল অংশ নেবে।

গুঞ্জন আছে সেটার হয়ে কাজ করতেই ইসলামাবাদ ইউনাইটেড ছেড়েছেন ওয়াসিম। পিএসএলের প্রথম আসরে মেন্টর হিসেবে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা এনে দিয়েছিলেন আকরাম। ২০০৩ সালে শেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা ওয়াসিম ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। ইসলামাবাদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মিসবাহ-উল হক।

ওয়াসিমের ম্যানেজার আরসালান শাহ জানিয়েছেন, ‘আমরা ইসলামাবাদ ইউনাইটেড ছেড়ে দিয়েছি। চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে আমরা নতুন একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছি। মুলতান ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা বেশ আগ্রহ দেখাচ্ছে। ’

ইঙ্গিত পাওয়া গেছে মুলতান ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির মার্কেটিং ম্যানেজার হামাদ ইলিয়াসের কথায়, ‘যদিও ওয়াসিমের বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়ে রয়েছে। তবে এই গুঞ্জনেও আমরা বেশ উচ্ছ্বসিত। আমরা এখনও তাকে বিবেচনা করিনি। আসলে আমরা এখনো দল গোছাচ্ছি। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ’

মুলতানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মোহাম্মদ হাফিজ। এছাড়া, লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে সহ অধিনায়ক এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ককে কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।